ঘোষণা: রামদেব ও সংস্থার এমডি বালকৃষ্ণ। ছবি: পিটিআই।
দেশে নিজেদের ভোগ্যপণ্য বিপণনে ইট-কাঠ-পাথরের চিরাচরিত বিপণি বাড়ানোর পাশাপাশি সম্প্রতি অনলাইন বাজারে পা রাখার কথা জানিয়েছে পতঞ্জলি আয়ুর্বেদ। এ বার তাদের লক্ষ্য বিদেশের বাজার। আগামী অর্থবর্ষেই যার সূচনা হবে বলে জানিয়েছেন কর্ণধার রামদেব।
নাগপুরের মিহাতে শুধু রফতানির জন্যই কারখানা তৈরি করছে সংস্থা। বাণিজ্যিক উৎপাদন শুরু হলে, সেখান থেকে বিভিন্ন দেশে পণ্য রফতানি করা হবে বলে জানান তিনি। পরিকল্পনা, আমেরিকা, কানাডা, সংযুক্ত আরব আমিরশাহি ছাড়াও ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে পণ্য বিক্রি।
নেট বাজারে ভোগ্যপণ্য বেচতে সম্প্রতি ৮টি ই-কমার্স সংস্থার সঙ্গে জোট বেঁধেছে পতঞ্জলি। এর মধ্যে আছে অ্যামাজন, ফ্লিপকার্ট, গ্রোফার্স, শপক্লুজ, বিগবাস্কেট। চলতি বছরেই এই ক্ষেত্র থেকে ১,০০০ কোটি টাকা বিক্রির আশা করছে তারা।