আইটিসি
৩১ মার্চ শেষ হওয়া ত্রৈমাসিকে সংস্থার নিট মুনাফা ৩.৬৫% বেড়ে দাঁড়িয়েছে ২,৩৬১.১৮ কোটি টাকায়। নিট বিক্রি মাত্র ০.৪৭% বেড়ে হয়েছে ৯,১৮৮.২৫ কোটি। কর এবং শুল্ক বাড়ার কারণে সংস্থার সিগারেট ব্যবসা থেকে আয় প্রত্যাশা মতো বৃদ্ধি পায়নি। পাশাপাশি, কৃষি ব্যবসা থেকে আয় কমার জন্যই মুনাফা ততটা বাড়েনি বলে জানিয়েছে সংস্থা। সিগারেট-সহ সংস্থার ভোগ্যপণ্য ব্যবসা থেকে আয় বেড়ে ৬%। দাঁড়িয়েছে ৬,৭৭৭.২১ কোটি টাকা। ২০১৪-’১৫ অর্থবর্ষে আইটিসি-র নিট মুনাফা বেড়ে হয়েছে ৯,৬০৭.৭৩ কোটি। নিট বিক্রিও বেড়ে ছাড়িয়েছে ৩৬ হাজার কোটির গণ্ডী।
ভোল্টাস
জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে টাটা গোষ্ঠীর সংস্থাটির সামগ্রিক নিট মুনাফা বাড়ল ১৭.৫৫%। দাঁড়িয়েছে ১১৮.০৪ কোটি টাকায়। নিট বিক্রিও ২.৩২% বেড়ে হয়েছে ১,৪৮৪.০৯ কোটি। সমগ্র ২০১৪-’১৫ অর্থবর্ষে তাদের নিট মুনাফা ২৪৫.৭৩ কোটি থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩৮৪.৩৩ কোটিতে। মোট বিক্রি অবশ্য সামান্য কমে হয়েছে ৫,১৪৪.২৯ কোটি টাকা। গত অর্থবর্ষের জন্য সংস্থার পরিচালন পর্ষদ শেয়ার পিছু ২.২৫ টাকা ডিভিডেন্ডের সুপারিশ করেছে।
ব্রিটানিয়া
৩১ মার্চ শেষ হওয়া ত্রৈমাসিকে সংস্থার সামগ্রিক নিট মুনাফা ৫৫.৩৫% বেড়ে হয়েছে ১৬৭.২৫ কোটি টাকা। নিট বিক্রিও ১৪.৩২% বেড়ে দাঁড়িয়েছে ২,০৩১.৮৩ কোটিতে। গত ২০১৪-’১৫ অর্থবর্ষের জন্য সংস্থাটির নিট মুনাফা ৭৪ শতাংশেরও বেশি বৃদ্ধি পয়েছে পৌঁছেছে ৬৮৮.৬৪ কোটিতে। বিক্রিও প্রায় ১৪% বেড়ে দাঁড়িয়েছে ৭,৭৭৫.০৯ কোটিতে।
হোয়ার্লপুল
চতুর্থ ত্রৈমাসিকে গৃহস্থালির ভোগ্যপণ্য নির্মাতাটির নিট মুনাফা ৫৫.৪৭% বেড়ে হয়েছে ৫৫.২৭ কোটি টাকা। এই সময়ে নিট বিক্রিও ১৭.৫১% বেড়ে দাঁড়িয়েছে ৭৪৮.১৮ কোটিতে। কাঁচামালের দাম কমা এবং নতুন পণ্য আনার হাত ধরে মুনাফা বেড়েছে বলে জানিয়েছে সংস্থাটি। তবে চলতি বছরে বৃষ্টি কেমন হয়, তার উপর গ্রাম এবং ছোট শহরে ব্যবসা বৃদ্ধির অনেকটাই নির্ভর করবে। যদিও, আগামী দিনে বিক্রি বাড়বে বলেই আশা করছে তারা। সেই কারণে ২-৩ বছরে চাহিদা বাড়ার সম্ভাবনায় ১০০-১২০ কোটি টাকা লগ্নির পরিকল্পনা নিয়েছে হোয়ার্লপুল। এ দিকে, ২০১৪-’১৫ অর্থবর্ষে সংস্থার নিট মুনাফা অনেকটাই বেড়ে হয়েছে ২১০.৫১ কোটি টাকা। বিক্রিও ছাড়িয়েছে ৩,১৫০ কোটি।
নেস্লে ইন্ডিয়া
চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (জানুয়ারি-মার্চ) সংস্থার নিট মুনাফা ২৩.৫৮% বেড়ে দাঁড়িয়েছে ৩২০.২৮ কোটি টাকা। নিট বিক্রিও ৮.৩৫% বেড়ে হয়েছে ২,৫০৬.৭৯ কোটি। সংস্থার রফতানি বৃদ্ধির হাত ধরেই মুনাফা বাড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংস্থা। উল্লেখ্য, নেস্লে ইন্ডিয়া জানুয়ারি থেকে ডিসেম্বরের অর্থবর্ষ মেনে চলে।
বজাজ ফিনসার্ভ
জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে আর্থিক পরিষেবা সংস্থাটির সামগ্রিক নিট মুনাফা হয়েছে ৭০৭.১২ কোটি টাকা। তার আগের বছর যা ছিল ৭০৭.৬৩ কোটি। এই সময়ে সংস্থার জীবনবিমা ব্যবসা কমলেও, বেড়েছে সাধারণ বিমা ব্যবসা। ফলে সব মিলিয়ে মুনাফার সামান্য হেরফের হয়েছে বলে জানিয়েছে বজাজ ফিনসার্ভ। তবে মোট আয় বেশ কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ২,৪০৫.৮২ কোটিতে। ২০১৪-’১৫ অর্থবর্ষে তাদের সামগ্রিক নিট মুনাফা হয়েছে প্রায় ১,৬৯০ কোটি টাকা। উল্লেখ্য, বজাজ ফিনসার্ভের আওতায় রয়েছে বজাজ ফিনান্স, বজাজ অ্যালায়েঞ্জ লাইফ ইনশিওরেন্স কোম্পানি এবং বজাজ অ্যালায়েঞ্জ জেনারেল ইনশিওরেন্স কোম্পানি।