পেট্রলে লিটার পিছু ১১.২৭ টাকা ভ্যাট কমিয়ে সকলকে টেক্কা দিল ভোটমুখী পঞ্জাব।
পেট্রলে লিটার পিছু ১১.২৭ টাকা ভ্যাট কমিয়ে সকলকে টেক্কা দিল ভোটমুখী পঞ্জাব। ফলে ওই জ্বালানিতে কেন্দ্রের ৫ টাকা উৎপাদন শুল্ক ছাঁটাই ধরলে কংগ্রেস শাসিত ওই রাজ্যে মোট কর ছাঁটাই হয়েছে ১৬.০২ টাকা। ডিজ়েলের দাম কমানোর ক্ষেত্রে এক নম্বরে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। কেন্দ্রের লিটার পিছু ১০ টাকা উৎপাদন শুল্ক ও ভ্যাট ছাঁটাই ধরে সেখানে ডিজ়েল সস্তা হয়েছে মোট ১৯.৬১ টাকা।
সংশ্লিষ্ট মহলের মতে, কেন্দ্র উৎপাদন শুল্ক ছাঁটার পরে একের পর এক বিজেপি রাজ্য যখন ভ্যাট কমাচ্ছে, তখন বিরোধী দল শাসিত রাজ্যগুলির দিকে মানুষকে সুরাহা না-দেওয়ার অভিযোগ তুলেছিল মোদী সরকার। পেট্রলে পঞ্জাবের ১৬ টাকার বেশি দাম কমানোর পরিসংখ্যান সামনে আসার পরে একাংশ আবার বিজেপি শাসিত রাজ্যগুলির দিকে আঙুল তুলছে আমজনতার স্বার্থ রক্ষায় পিছিয়ে থাকার প্রশ্নে। তাদের দাবি, শুল্ক ও ভ্যাট কমানো নিয়ে বিজেপি যতই ভোট বাক্সে ফায়দা তোলার চেষ্টা করুক, মানুষকে সুরাহা দেওয়ার ক্ষেত্রে পঞ্জাবের মতো পদক্ষেপ করতে ব্যর্থ তারা। ফলে পাঁচ রাজ্যে ভোটের মুখে তেল-রাজনীতি অব্যাহত।
কেন্দ্র শুল্ক কমানোর পরে ভ্যাট কমিয়েছে মোট ২৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। যার মধ্যে বেশির ভাগই বিজেপি শাসিত। এখনও সেই পথে হাঁটেনি পশ্চিমবঙ্গ, রাজস্থান, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, তামিলনাড়ুর মতো বিরোধী রাজ্যগুলি। ফলে বিভিন্ন রাজ্যের মধ্যে করের হারে ফারাক বেড়েছে। যার হাত ধরে বেড়েছে দামের তারতাম্য। আর সেটাই এখন প্রচারের কেন্দ্রে।