প্রতিশ্রুতি ছিল বিপুল বিনিয়োগের। কিন্তু স্রেফ জমি-জটে থমকে বা বন্ধ হয়ে গিয়েছে পস্কো ও মিত্তল গোষ্ঠীর ইস্পাত প্রকল্প। এই সমস্যার সমাধান খুঁজতে এ বার রাষ্ট্রায়ত্ত ইস্পাত সংস্থার বাড়তি জমিতে কারখানা তৈরির জন্য বেসরকারি সংস্থাগুলিকে আহ্বান জানাল কেন্দ্র।
বৃহস্পতিবার ইস্পাতমন্ত্রী চৌধুরী বীরেন্দ্র সিংহ বলেন, ‘‘মন্ত্রকের অধীনে যে-রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি রয়েছে, তাদের অনেক বাড়তি জমি আছে। মন্ত্রক চায়, তাতে লগ্নি করুক বেসরকারি সংস্থা।’’ তাঁর মতে, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে, কারখানা গড়ার জন্য জমির সমস্যা থাকবে না। মন্ত্রীর দাবি, যৌথ ভাবে হওয়া এ ধরনের প্রকল্পে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি শুধু জমি দেবে। বিনিয়োগ বেসরকারি সংস্থার।’’ এমনকী এই সমীকরণ মেনে সেল এবং মিত্তল গোষ্ঠীর যৌথ প্রকল্পেও এ মাসের মধ্যে ইতিবাচক সাড়া মিলতে পারে বলে তাঁর ধারণা।
বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় ইস্পাত নীতি ঘোষণা করেছে। লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে দেশে ইস্পাত উৎপাদন ৩০ কোটি টনে নিয়ে যাওয়া। কেন্দ্র চায়, বিদেশি ইস্পাত সংস্থাগুলিও ভারতে টাকা ঢালতে এগিয়ে আসুক। কিন্তু জমি নিয়ে পস্কো, মিত্তল গোষ্ঠীকে যে ভাবে সমস্যায় পড়তে হয়েছে, তাতে ধাক্কা খেয়েছে ইস্পাতে লগ্নির পরিবেশ নিয়ে দেশের ভাবমূর্তি। তা শোধরাতে লগ্নিতে আগ্রহী বেসরকারি সংস্থার জন্য মন্ত্রকই জমি জোগাড় করে দিতে চায় বলে ইস্পাতমন্ত্রীর ইঙ্গিত।