Gold And Silver Price

আরও মাথা নামাল সোনা, কমল রুপোও

পিছিয়ে নেই রুপোও। সম্প্রতি কেজি পিছু ১ লক্ষ টাকার গণ্ডি ছাড়ানোর পরে এ দিন কেজিতে খুচরো রুপোর দাম নেমেছে ৮৯,৩০০ টাকায়। শুক্রবারের থেকে যা ৩৪০০ টাকা কম।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৫ ০৮:৩৩
Share:

— প্রতীকী চিত্র।

গত বুধবার সব দেশের উপরে পাল্টা শুল্ক বসানোর ঘোষণা করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার জেরে বৃহস্পতিবার রেকর্ড উচ্চতা ছোঁয় সোনার দাম। কিন্তু শুক্রবার তা এক ধাক্কায় নেমে আসে অনেকটাই। সেই ধারা বজায় রইল শনিবারও। এ দিন জিএসটি বাদে কলকাতার বাজারে খুচরো পাকা সোনার (২৪ ক্যারাট ১০ গ্রাম) দাম দাঁড়াল ৮৯,৫৫০ টাকা। আগের দিনের থেকে ৯৫০ টাকা কম। গয়নার সোনাও (২২ ক্যারাট ১০ গ্রাম) একই হারে কমে দাঁড়াল ৮৫,১০০ টাকায়। কর ধরলে অবশ্য দাম কিছুটা বেশি।

পিছিয়ে নেই রুপোও। সম্প্রতি কেজি পিছু ১ লক্ষ টাকার গণ্ডি ছাড়ানোর পরে এ দিন কেজিতে খুচরো রুপোর দাম নেমেছে ৮৯,৩০০ টাকায়। শুক্রবারের থেকে যা ৩৪০০ টাকা কম। এর আগে বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার ধাতুটি নেমেছিল ৫৩৫০ টাকা। অর্থাৎ, দু’দিনেই দাম কমেছে ৮৭৫০ টাকা।

যদিও বাজার মহলের একাংশের মতে, শুল্ক-পাল্টা শুল্কের প্রভাব অর্থনীতির উপরে ঠিক কতটা পড়বে সেটা যত দিন পর্যন্ত স্পষ্ট না হবে, তত দিন ধাতু দু’টির দরে অস্থিরতা বজায় থাকার সম্ভাবনা। বিশেষত, আগামী কয়েক দিনে দাম আরও কমে আসার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না অনেকে। সেটা হলে আসন্ন নববর্ষ এবং অক্ষয় তৃতীয়ায় বিক্রি বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীদের একাংশ। বৈশাখ থেকে শুরু হতে চলা বিয়ের মরসুমের জন্যও অনেকে গয়না গড়িয়ে বা কিনে রাখবেন বলে ধারণা। আজ, রবিবার রাম নবমী উপলক্ষে সোনার বাজার খোলা থাকবে। সেই সুযোগেও ভাল বিক্রির আশা করছে গয়না শিল্প।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন