India post

মাস্ক বিক্রির উদ্যোগ ডাকঘরের

আন্দামান-নিকোবরের পরে শনিবার থেকে কলকাতা জিপিও-তেও শুরু হয়েছে ওই মাস্ক বিক্রি। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ জুন ২০২০ ২৩:২৭
Share:

ছবি: আইস্টক।

গঙ্গাজল থেকে শুরু করে করোনা মোকাবিলার মাস্ক। মেট্রো শহর থেকে দেশের প্রত্যন্ত এলাকা, ডাকঘরের পরিকাঠামো সর্বত্র বিস্তৃত। ডাক সামগ্রী বিক্রি ও পরিষেবার পাশাপাশি আধার ভিত্তিক আর্থিক পরিষেবা দিতে ব্যবহার করা হয় তাকে। গঙ্গাজল, ডাল ইত্যাদিও বিক্রি হয়েছে বিভিন্ন ডাকঘরে। এ বার মাস্ক বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ডাক বিভাগের ওয়েস্ট বেঙ্গল সার্কল। আন্দামান-নিকোবরের পরে শনিবার থেকে কলকাতা জিপিও-তেও শুরু হয়েছে ওই মাস্ক বিক্রি।

Advertisement

সার্কলের চিফ পোস্ট মাস্টার জেনারেল মার্ভিন আলেকজ়ান্ডার বলেন, ‘‘এখন রাজ্যের ৪৬টি প্রধান ডাকঘরে দু’তিন ধরনের মাস্ক বিক্রি হবে। পরে অন্যত্র বিক্রির ভাবনা আছে।’’ তাঁর দাবি, মাস্কের স্বীকৃতি খতিয়ে দেখেই বরাত দেওয়া হচ্ছে। ব্যবসা নয়, অতিমারি যোঝার সরঞ্জাম মানুষের কাছে পৌঁছতেই এই উদ্যোগ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement