National Pension System

ধাপে ধাপে তহবিল প্রত্যাহার, সুবিধা এনপিএসে

এখন ৬০ বছর বয়স হয়ে যাওয়ার পরে এনপিএসের ৬০% পর্যন্ত তহবিল তুলে নিতে পারেন গ্রাহক। বাকি অংশ দিয়ে অ্যানুয়িটি প্রকল্প কিনতে হয়। যা থেকে নিয়মিত পেনশন পান তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ জুন ২০২৩ ০৫:৩৯
Share:

ন্যাশনাল পেনশন স্কিমে (এনপিএস) গ্রাহক যাতে নির্দিষ্ট মেয়াদ অন্তর ধাপে ধাপে টাকা তুলতে পারেন, সেই ব্যবস্থা করতে চলেছে পেনশন নিয়ন্ত্রক পিএফআরডিএ। চেয়ারম্যান দীপক মোহান্তি জানান, এর কাজ শেষ পর্যায়ে। সেপ্টেম্বরের মধ্যে তা চালু নিয়ে তাঁরা আশাবাদী।

Advertisement

এখন ৬০ বছর বয়স হয়ে যাওয়ার পরে এনপিএসের ৬০% পর্যন্ত তহবিল তুলে নিতে পারেন গ্রাহক। বাকি অংশ দিয়ে অ্যানুয়িটি প্রকল্প কিনতে হয়। যা থেকে নিয়মিত পেনশন পান তিনি। প্রকল্পে যোগ দেওয়ার বয়স বাড়িয়ে ৭০ বছর করেছে পিএফআরডিএ। বেরিয়ে আসার বয়স ৭৫ বছর। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহান্তি বলেন, ‘‘বহু গ্রাহক বলছেন, এনপিএসে ভাল রিটার্ন আসছে। নির্দিষ্ট বয়সের পরে তাঁদের কেন প্রকল্প থেকে বেরিয়ে আসতে হবে সেই প্রশ্ন তুলেছেন তাঁরা। এক বারে বড় অঙ্কের তহবিল না তুলে তা নির্দিষ্ট সময় অন্তর ধাপে ধাপে তুলতে চাইছেন অনেকে। যদিও এখন সেই সুবিধা গ্রাহকদের দিতে পারছি না। তাই এই প্রকল্প নিয়ে কাজ শুরু করেছি।’’

মোহান্তি জানান, ৬০ বছর বয়সের পরে যে ৬০% পর্যন্ত টাকা তোলা যায়, চাইলে প্রস্তাবিত প্রকল্পে সেটাই বেশ কয়েকটি কিস্তিতে হাতে পাওয়ার সুযোগ থাকবে গ্রাহকদের সামনে। ৭৫ বছর বয়স পর্যন্ত তা মিলবে মাসে, তিন মাসে, ছ’মাসে বা বছরে। সে ক্ষেত্রে অ্যানুয়িটিতে পেনশন পাওয়ার সময় পিছোতে পারবেন তাঁরা। যাতে বেশি বয়সে বড় অঙ্কের পেনশন পাওয়া যায়। সেপ্টেম্বরের মধ্যে প্রকল্পটি চালু করা সম্ভব হবে বলে আশাবাদী তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement