প্রতীকী ছবি।
টানা তিন দিন বেড়ে মঙ্গলবার কলকাতায় আইওসির পাম্পে লিটার পিছু পেট্রল হয়েছে ৮২.৪৩ টাকা। আগের দিনের থেকে ১৩ পয়সা বেশি। ডিজেল অবশ্য সোমবারের ৭৭.০৬ টাকাতেই আছে।
৮২ দিন থমকে থেকে ৭ জুন থেকে নাগাড়ে চড়েছিল তেল। তখন বিশ্ব বাজারে অশোধিত তেল ছিল ব্যারেলে ৪২ ডলারের আশেপাশে। ফলে এখন দাম ৪৫ ডলার পেরনোয় দেশে পেট্রল-ডিজেল আরও দামি হওয়ার আশঙ্কা ঘুম কেড়েছে গ্রাহকদের। সংশ্লিষ্ট মহল বলছে, অশোধিত তেলের দাম কম থাকার সময় দেশে তেল সস্তা হয়নি। পরে সামান্য চড়তেই উল্টে বিপুল বেড়েছে। আর এখন সত্যিই যখন তা ঊর্ধ্বমুখী, তখন এ দেশের গ্রাহক রেহাই পাবেন, এমন ভরসা নেই।
এই দফায় ২ অগস্ট থেকে এক থাকার পরে, রবিবার থেকেই বাড়ছে পেট্রল। এ দিন কলকাতায় তা পেরিয়েছে ২০১৮ সালের ২৭ অক্টোবরের দরকে (৮২.৩১ টাকা)। বেহাল আর্থিক দশায় পরিবহণ শিল্প, সাধারণ গ্রাহক-সহ বিভিন্ন মহল দাম না-বাড়ানোর দাবি তুললেও, কান দিচ্ছে না কেন্দ্র বা তেল সংস্থা।