এনপিএসে লগ্নি

মঙ্গলবার জাতীয় পেনশন প্রকল্পের (এনপিএস) তহবিলের লগ্নি নিয়ে নির্দেশিকা ঘোষণা করলেন পেনশন ফান্ড নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এর আওতায় সরকারি ছাড়া অন্যান্য ঋণপত্রে খাটানোর জন্য পেনশন বাবদ মোট তহবিলের সর্বোচ্চ ১০% বেঁধে দেওয়া হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৫ ০২:১৩
Share:

মঙ্গলবার জাতীয় পেনশন প্রকল্পের (এনপিএস) তহবিলের লগ্নি নিয়ে নির্দেশিকা ঘোষণা করলেন পেনশন ফান্ড নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এর আওতায় সরকারি ছাড়া অন্যান্য ঋণপত্রে খাটানোর জন্য পেনশন বাবদ মোট তহবিলের সর্বোচ্চ ১০% বেঁধে দেওয়া হয়েছে। শেয়ারে তহবিল খাটানোর ক্ষেত্রে লগ্নি করা যাবে বিএসই বা এনএসই-তে নথিভুক্ত এমন সব শেয়ারে, যাদের শেয়ার মূল্য ৫,০০০ কোটি টাকার নীচে নয়। ঋণপত্রের মান যাচাইয়ে দু’টি সংস্থা রেটিং দিলে সবচেয়ে কমটিই ধরতে হবে।

Advertisement

অনলাইনে ডন

Advertisement

বাজারে এল রোলস-রয়েসের গাড়ি ‘ডন’। নতুন পথে হেঁটে মঙ্গলবার বিশ্বের দরবারে গাড়িটি প্রথমবার হাজির করতে ‘অনলাইন’ মাধ্যমকে বেছে নিল ব্রিটিশ সংস্থাটি। আগামী সপ্তাহে অবশ্য ফ্রাঙ্কফুর্ট মোটর শো-তে গাড়িটি প্রদর্শিত হবে। ৬.৬ লিটারের ‘টুইন টার্বো ভি-১২’ ইঞ্জিনের এই ‘কনভার্টিব্‌ল’ গাড়িটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫৫ মাইল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement