পি চিদম্বরম। —ফাইল চিত্র
লগ্নি টানতে সম্প্রতি তাইল্যান্ডে শিল্পপতিদের সামনে তাঁর সরকারের নানা সাফল্য তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার তিহাড় জেল থেকে টুইটে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের কটাক্ষ, মোদীর তালিকা অসম্পূর্ণ। ভারতের শ্লথ বৃদ্ধি, লগ্নির ভাটা বা ঋণ ও ব্যবসার আস্থা সূচকের ধাক্কা খাওয়ার কথাও বলা উচিত ছিল। লগ্নির গন্তব্য হিসেবে এ দেশ কতটা লোভনীয়, তা বোঝাতে গিয়ে কর্পোরেট কর ছাঁটাই, পরিচয়হীন পদ্ধতিতে কর আদায়, জিএসটি চালু, আর্থিক সংস্কারের উদাহরণ টানেন মোদী। চিদম্বরমের তোপ, ‘‘লগ্নি, শিল্পে ঋণের জোগান, পরিকাঠামো, ক্রেতার চাহিদা, ব্যবসার আস্থা সূচক, সবই নিম্নগামী। তাও ওঁর বলা উচিত ছিল।’’