তেল উৎপাদন কমানোর পথে ওপেক

অবশেষে তেল উৎপাদন ছাঁটার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই নিল ওপেক। গত আট বছরের মধ্যে এই প্রথম। বিশ্ব বাজারে তেলের দামের টানা পতন রুখতে বুধবার ভিয়েনায় উৎপাদন কমানোর এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে ১৪টি তেল রফতানি দেশগুলির এই সংগঠন।

Advertisement

সংবাদ সংস্থা

ভিয়েনা শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৬ ০৩:৩৮
Share:

অবশেষে তেল উৎপাদন ছাঁটার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই নিল ওপেক। গত আট বছরের মধ্যে এই প্রথম। বিশ্ব বাজারে তেলের দামের টানা পতন রুখতে বুধবার ভিয়েনায় উৎপাদন কমানোর এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে ১৪টি তেল রফতানি দেশগুলির এই সংগঠন। দীর্ঘ দিনের জল্পনা ও আশঙ্কায় ইতি টেনে যে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে নীতিগত ভাবে ওপেক রাজি হয়েছিল গত সেপ্টেম্বরে আলজিরিয়ায় আয়োজিত বৈঠকেই। এই খবরে এক ধাক্কায় বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম বেড়ে গিয়েছে ১০%। ব্রিটেনে ব্রেন্ট ক্রুড ব্যারেলে উঠে গিয়েছে ৫০.৩৬ ডলারে। আর আমেরিকায় তেল ছোঁয় ব্যারেলে ৪৯.৫৭ ডলার।

Advertisement

চাহিদার তুলনায় বহু গুণ বেশি জোগানের জেরে বিশ্ব বাজারে তেলের দাম হুড়মুড়িয়ে পড়ছে বহু দিন ধরেই। ওপেকের তরফে জানানো হয়, দিনে ১২ লক্ষ ব্যারেল কমিয়ে তেল উৎপাদনের সর্বোচ্চ সীমা ৩.২৫ কোটি করতে রাজি হয়েছে তাদের সদস্য দেশগুলি। এমনকী উৎপাদন ছাঁটার কর্মকাণ্ডে এ বার সামিল করা গিয়েছে রাশিয়ার মতো ওপেক বহির্ভূত দেশকেও। চুক্তি অনুযায়ী, রাশিয়া দিনে উৎপাদন ৩ লক্ষ ব্যারেল কমাবে বলে কথা দিয়েছে। ওপেক জানিয়েছে, ২০১৭-র জানুয়ারি থেকেই শুরু হবে গোটা প্রক্রিয়া।

কোন দেশ কতটা উৎপাদন কমাবে তা-ও স্থির হয় এ দিন।
যার মধ্যে সবচেয়ে বেশি ধাক্কা বইবে সৌদি আরব। তার পরেই আলজিরিয়া।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement