দীর্ঘ দিনের জল্পনা ও আশঙ্কায় ইতি টেনে সেপ্টেম্বরেই তেল উৎপাদন ছাঁটাইয়ে রাজি হয়েছিল ওপেক। কিন্তু কী ভাবে তা করা হবে, সে নিয়ে ঐকমত্যে পৌঁছতে পারল না তারা। বিশেষত ইরান উৎপাদন এক জায়গায় বেঁধে রাখতেও রাজি না-হওয়ায় সমস্যা তৈরি হয়েছে বলে খবর সংশ্লিষ্ট সূত্রের। পাশাপাশি, ওপেকের বাইরে থাকা দেশগুলি আদৌ উৎপাদন কমাবে কি না, ধোঁয়াশা রয়েছে তা নিয়েও। ওই দেশগুলির দাবি, প্রথমে ওপেকের নিজস্ব ঝামেলা মিটুক, তার পরেই বিষয়টি নিয়ে ভাবা হবে।
গত শুক্র এবং শনিবার ভিয়েনায় বৈঠকে বসেছিল ১৪টি তেল রফতানিকারী দেশের সংগঠন ওপেক। ছিল ওপেকের বাইরের উৎপাদনকারী দেশ রাশিয়া, আজারবাইজান, ব্রাজিল, মেক্সিকো, কাজাখস্তান এবং ওমান। রবিবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, এখনও পর্যন্ত উৎপাদন কমানোর কোনও পথনির্দেশ তৈরি হয়নি। তবে বৈঠক সদর্থক। আগামী ৩০ নভেম্বরে ওপেকের পরবর্তী বৈঠকের আগে ফের আলোচনায় বসবে তারা।