ভৌগোলিক সুবিধা কাজে লাগাতে আর্জি উত্তর-পূর্বকে

দিল্লি থেকে ভিডিও-বার্তায় বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভু জানান, পূবে-তাকাও নীতিতে পর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে জোর দিচ্ছে কেন্দ্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৭ ০১:২১
Share:

প্রতীকী ছবি।

পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে ভারতের যোগাযোগের মূল প্রবেশপথ পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি। কিন্তু বাণিজ্যের সেই সম্ভাবনা কাজে লাগাতে পারেনি এই সব রাজ্য। বেঙ্গল চেম্বার এবং সেন্টার ফর ইস্ট-নর্থ ইস্ট রিজিওনাল স্টাডিজ আয়োজিত এক সভায় সম্প্রতি ওই ভৌগোলিক সুবিধা কাজে লাগাতে পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলকে আর্জি জানালেন জাপান, তাইল্যান্ডের মতো দেশের সরকারি কর্তারা। এ জন্য সড়ক ও জলপথ পরিবহণের পরিকাঠামো উন্নয়ন জরুরি বলে মন্তব্য করেন তাঁরা।

Advertisement

দিল্লি থেকে ভিডিও-বার্তায় বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভু জানান, পূবে-তাকাও নীতিতে পর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে জোর দিচ্ছে কেন্দ্র। পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি জানান, বৈদেশিক বাণিজ্য চুক্তির ক্ষেত্রে এই নীতি প্রাধান্য পাবে।

জাপানের বিদেশি বাণিজ্য সংগঠনের তরফে সিডিজিকাজুয়া নাকাজোর বক্তব্য, মূলত গাড়ি শিল্পের হাত ধরেই জাপানি সংস্থাগুলি উত্তর, দক্ষিণ ও পশ্চিম ভারতে লগ্নি করেছে। কলকাতা-সহ পূর্বাঞ্চল জাপানের কাছে হলেও এখানে লগ্নি আসেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement