নোট বাতিলের পরে বাজারে বেড়েছে নোট

নোটবন্দির সময়ে বাজার থেকে ৫০০ এবং ১০০০ টাকার নোট তুলে নেওয়া হয়।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ ০১:৪৫
Share:

প্রতীকী ছবি।

কালো টাকা কমাতে ও ডিজিটাল অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে ২০১৬ সালের ৮ নভেম্বর নোট বাতিলের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সোমবার লোকসভায় প্রশ্নোত্তর পর্বে অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরের এক উত্তরে পরিষ্কার হয়েছে যে, নোটবন্দির পর থেকে বাজারে নগদের জোগান ক্রমশ বেড়েছে। এ দিন লিখিত উত্তরে তিনি জানান, গত মার্চে বাজারে নগদ ছিল ২১ লক্ষ কোটি টাকা। যেখানে নোটবন্দির বছরের (২০১৬-১৭) শেষে তা ছিল ১৩ লক্ষ কোটি টাকার কিছু বেশি। ২০১৭-১৮ অর্থবর্ষে তা বেড়ে হয় ১৮ লক্ষ কোটি।

Advertisement

নোটবন্দির সময়ে বাজার থেকে ৫০০ এবং ১০০০ টাকার নোট তুলে নেওয়া হয়। নতুন ৫০০ টাকার নোট আনা হলেও ১০০০ টাকার নোট চালু করা হয়নি। মন্ত্রীর দাবি, অর্থনীতি ইতিমধ্যেই এর সঙ্গে মানিয়ে নিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement