দার্জিলিঙে রাম্মাম নদীর উপরে এনটিপিসি-র প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্প ২০২০ সালের মধ্যে শেষ করার পরিকল্পনা নেওয়া হল। ১২০ মেগাওয়াটের এই কেন্দ্রের ৮৫% বিদ্যুৎ কিনবে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। সম্প্রতি সংস্থার পরিচালন পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এই নিয়ে এনটিপিসি এবং বণ্টন সংস্থার মধ্যে শীঘ্রই একটি চুক্তি হবে ৩৫ বছরের জন্য। বণ্টন সংস্থার এক কর্তা জানান, ১,২০০ কোটি টাকার রাম্মাম প্রকল্প থেকে তাঁরা ঠিক কত দরে বিদ্যুৎ কিনবেন, তা চূড়ান্ত হয়নি। তবে এনটিপিসি প্রাথমিক ভাবে ইউনিট পিছু ৭/৮ টাকা দর চেয়েছে।
রাম্মামের উপরে তিনটি জলবিদ্যুৎ প্রকল্প গড়ে ওঠার কথা। তার মধ্যে ৫১ মেগাওয়াটের রাম্মাম-২ কেন্দ্রটি ক’বছর আগে তৈরি করেছে বণ্টন সংস্থা। ৪৮ মেগাওয়াটের রাম্মাম-১ প্রকল্প নির্মাণ শুরুই হয়নি। ৪৪০ কোটি টাকার এই প্রকল্প তৈরির বরাত পেয়েছে এনটিপিসি। বিদ্যুৎ ভবন সূত্রে খবর, কাজে হাত দেওয়ার জন্য রাজ্যের তরফে ওই কেন্দ্রীয় সংস্থার উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে। তবে রাম্মাম-৩ প্রকল্প কাজ শুরু হয়ে গিয়েছে বলে বিদ্যুৎ-কর্তাদের দাবি।