কৃষ্ণা গোদাবরী অববাহিকার কেজি-ডি৬ গ্যাস ক্ষেত্রে নিজেদের ১০% অংশীদারি বিক্রি করতে আগ্রহ প্রকাশ করল নিকো রিসোর্সেস। ওই ক্ষেত্রের সিংহভাগ অংশীদারি (৬০ শতাংশ) রয়েছে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের হাতে। আর বাকি ৩০ শতাংশ ব্রিটিশ তেল সংস্থা বিপি-র।
এর আগে গত বছরে প্রথমবার ওই গ্যাস ক্ষেত্রের শেয়ার বিক্রির কথা জানিয়েছিল নিকো। এর থেকে হাতে আসা অর্থ দিয়ে ঋণ মেটানোই যার লক্ষ্য বলে তখন ঘোষণা করেছিল কানাডার সংস্থাটি। কারণ, বাজারে তাদের ধার রয়েছে প্রায় ৩৪ কোটি ডলার। কিন্তু ক্রেতা না-মেলায় সেই পরিকল্পনা শেষ পর্যন্ত পিছিয়ে দিতে বাধ্য হয় নিকো। এ বার ওই শেয়ার বিক্রি নিয়েই ফের কথা শুরু করেছে সংস্থা।
কৃষ্ণা-গোদাবরী অববাহিকায় (কেজি-ডি৬) ওএনজিসির ভাগের গ্যাসের কিছুটা তুলে নেওয়ার অভিযোগে কিছু দিন আগেই রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ, বিপি এবং নিকো-র জোটের বিরুদ্ধে ১৫৫ কোটি ডলার (প্রায় ১০,৩৮৫ কোটি টাকা) ক্ষতিপূরণ দাবি করে নোটিস পাঠিয়েছে কেন্দ্র। সালিশির মাধ্যমে সেই সমস্যা মেটাতে আগ্রহী কানাডীয় সংস্থাটি। তবে এই কারণে অংশীদারি বিক্রি যে খুব সহজে হবে না, সে কথাও স্বীকার করেছে নিকো।