এ বার থেকে সুদের হার ঠিক করবে ঋণনীতি কমিটি। আজ রিজার্ভ ব্যাঙ্ক আইনে সংশোধনী এনে তার প্রক্রিয়া শুরু করে দিল মোদী সরকার। সূত্রের খবর, আগামী মাসেই কমিটি গঠন হয়ে যাবে। সে ক্ষেত্রে এই কমিটিই আগামী ৯ অগস্ট সুদের হার ঠিক করবে। যা রঘুরাম রাজনের জমানায় শেষবার সুদের হারের পর্যালোচনা। এই কমিটি গঠন নিয়ে রাজনের সঙ্গে মোদী সরকারের মতবিরোধ হয়েছিল। শেষে রাজনের জেদেই ঠিক হয়, রিজার্ভ ব্যাঙ্কের তিনজন সদস্য ও কেন্দ্রীয় সরকার মনোনীত তিনজন সদস্যকে নিয়ে ঋণনীতি কমিটি হবে। কিন্তু ভোটাভুটিতে ড্র হলে শেষ কথা বলবেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরই।