জিওর আত্মপ্রকাশে মুকেশ, নীতা এবং আকাশ অম্বানি। ছবি: রয়টার্স।
এ যেন চৈত্র সেল! ফোন করুন, মেসেজ পাঠান, ইন্টারনেট ব্যবহার করুন প্রায় সবই ফ্রি। দেশের যে কোনও নেটওয়ার্কে ভয়েস কল করুন, ফ্রি। দেশের যে কোনও প্রান্তে যান, রোমিং চার্জ লাগবে না। পুজো, দিওয়ালি, স্বাধীনতা দিবস, যে কোনও উত্সবে মেসেজ পাঠান, কোনও অতিরিক্ত চার্জ লাগবে না। জিও নেটওয়ার্কের গ্রাহকদের জন্যে এমনই হরেক উপহারের ডালি নিয়ে এল রিলায়্যান্স। বৃহস্পতিবার এই ঘোষণাগুলি করলেন রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ অম্বানি।
মুকেশের দাবি, “এর চেয়ে সস্তা এবং আকর্ষণীয় প্ল্যান বিশ্বে আর কোনও নেটওয়ার্ক এই মুহূর্তে দিচ্ছে না।”
৫ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত জিও-র গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় অফার। আপাতত ১০ ধরনের ট্যারিফ বাজারে আনছে জিও। কম ডেটা ইউজারদের জন্য দিনে ১৯ টাকা থেকে শুরু করে বেশি ডেটা ইউজারদের জন্য ৪৯৯৯ টাকার মাসিক প্ল্যান রয়েছে তাতে।
এক নজরে দেখে নেওয়া যাক কী অফার দিচ্ছে জিও:
১) প্রতি জিবি-তে ৫০ টাকা থেকে কম ডেটা ইউজারদের জন্য মাসিক ১৪৯ টাকার প্ল্যান। যা অন্য নেটওয়ার্কের চলতি বাজারদরের প্রায় এক দশমাংশ।
২) জিও গ্রাহকরা যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যে ভয়েস কল করতে পারবেন।
৩) দেশের কোনও প্রান্তে রোমিং চার্জ লাগবে না।
৪) ছাত্রছাত্রীরা ২৫ শতাংশ ডেটা বেশি পাবেন।
৫) ১০ কোটি গ্রাহকের লক্ষে চলতি বছরের শেষ দিন পর্যন্ত বিশেষ অফার দিচ্ছে রিলায়্যান্স।
৬) হ্যান্ডসেটের ন্যূনতম দাম ২৯৯৯ টাকা।
তবে যে কোনও হ্যান্ডসেটে ব্যবহার করা যাবে না জিও-র সিম। স্যামসাং, মাইক্রোম্যাক্স, আসুস-সহ বেশ কয়েকটি হ্যান্ডসেটের নির্দিষ্ট কিছু মডেলেই মিলবে এই সুবিধা।
আরও পড়ুন: জিও-কে চ্যালেঞ্জ জানিয়ে ১৩৫ এমবিপিএসের ৪জি পরিষেবা আনল এয়ারটেল