Mukesh Ambani

এক মাসে রেকর্ড লাভ রিলায়্যান্সের, বিশ্বের ১৪তম ধনী ব্যক্তি হলেন মুকেশ অম্বানী

মার্কিন অর্থনৈতিক সংস্থা ব্লুমবার্গের তালিকায় সারা বছরই কোটিপতিদের সম্পত্তির ওঠানামা লেগে থাকে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৯ ১৪:৩৭
Share:

সম্পত্তি বৃদ্ধি মুকেশ অম্বানীর। ছবি: রয়টার্স।

দেশজুড়ে অর্থনৈতিক সঙ্কট নিয়ে কাটাছেঁড়া চলছে সর্বত্র। তার মধ্যেই চলতি অর্থবর্ষে বিপুল মুনাফা করেছে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (আরআইএল)। তাতে ভর করেই এ বার বিশ্বের তাবড় কোটিপতিদের তালিকায় উপরে উঠে এলেন ভারতীয় শিল্পপতি মুকেশ অম্বানী

Advertisement

মার্কিন অর্থনৈতিক সংস্থা ব্লুমবার্গের তালিকায় সারা বছরই কোটিপতিদের সম্পত্তির ওঠানামা লেগে থাকে। অক্টোবরের শুরুতে ওই তালিকায় ১৭তম স্থানে ছিলেন মুকেশ অম্বানী। সেই সময় তাঁর মোট সম্পত্তির পরিমাণ ছিল ৫১২০ কোটি মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা ৩ লক্ষ ৬২ হাজার কোটি টাকার বেশি।

কিন্তু নভেম্বরের শুরুতে ওই তালিকায় তিন ধাপ উপরে উঠে এসেছেন মুকেশ অম্বানী। গত ৩ নভেম্বর পর্যন্ত তাঁর মোট সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫৭০০ কোটি মার্কিন ডলারে, ভারতীয় মুদ্রায় যা ৪ লক্ষ ৩ হাজার ৯২৬ কোটি টাকার বেশি।

Advertisement

আরও পড়ুন: মার খাচ্ছি, কেউ দেখার নেই! পুলিশ কর্মীদের বেনজির বিক্ষোভ দিল্লিতে ​

আরও পড়ুন: জানলার কাচে ফাটল নিয়েই আকাশে উড়ল বিমান, সমালোচনার মুখে ক্ষমা চাইল স্পাইসজেট​

গত মাসেই রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মূলধন ৯ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল। গত সপ্তাহে তাদের স্টক মার্কেট ভ্যালু ১৬ হাজার ৬৭২ কোটি টাকা বেড়ে দাঁড়ায় ৯ লক্ষ ২৩ হাজার কোটি টাকায়। শেয়ার বাজারে এই বিপুল লাভের ফলেই মুকেশ অম্বানীর সম্পত্তি একলাফে এতটা বেড়ে গিয়েছে বলে মত অর্থনৈতিক বিশেষজ্ঞদের।

অন্য দিকে, আন্তর্জাতিক ফোর্বস ম্যাগাজিনের সমীক্ষায় এই মুহূর্তে বিশ্বের ১৩তম ধনী ব্যবসায়ী মুকেশ অম্বানী। আলিবাবা কর্ণধার জ্যাক মা-কে ছাপিয়ে এই মুহূর্তে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিও তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement