অর্থমন্ত্রী অরুণ জেটলির বাজেট ঘোষণা মেনেই চলতি মাসের শুরু থেকে চালু হল প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। সম্প্রতি কলকাতায় এর উদ্বোধন করেন সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী নাজমা হেপতুল্লা। সাধারণ ভাবে বড় শিল্প সহজে ঋণ পেলেও, অনেক সময়েই ছোট শিল্প মূলধনের অভাবে ব্যবসা চালিয়ে যেতে পারে না। এই সমস্যা দূর করে নতুন কর্মসংস্থান তৈরিতে মুদ্রা (মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইনান্স এজেন্সি) ব্যাঙ্ক কম সুদে ঋণ দেবে ক্ষুদ্র-ঋণ সংস্থা এবং বেসরকারি আর্থিক সংস্থাকে। তারা ওই তহবিল কাজে লাগিয়ে ঋণ জোগাবে ছোট ও মাঝারি শিল্পে। হেপতুল্লা জানান, এই প্রকল্পে মহিলা উদ্যোগপতিদের দিকে বিশেষ নজর দেওয়া হবে।