Note Ban

নোটবন্দি নিয়ে তির

শুক্রবার নোটবন্দির আট বছর পূর্ণ হল। এ দিন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দাবি, আট বছর বাদে ভারত আরও বেশি নগদ ব্যবহার করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ ০৮:২০
Share:

(বাঁ দিকে) নরেন্দ্র মোদী। রাহুল গান্ধী (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

গত ২০১৬-র ৮ নভেম্বর সন্ধ্যায় গোটা দেশকে চমকে দিয়ে ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কালো টাকা রুখতে অর্থ ব্যবস্থায় নগদ কমানোর যুক্তি দিয়েছিলেন। শুক্রবার সেই নোটবন্দির আট বছর পূর্ণ হল। এ দিন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দাবি, আট বছর বাদে ভারত আরও বেশি নগদ ব্যবহার করে। কেন্দ্রকে দুষে তিনি এক্স-এ লিখেছেন, ‘‘নোটবন্দি দেশের ছোট শিল্প এবং অসংগঠিত ক্ষেত্রকে ধ্বংস করে একচেটিয়া কারবারের পথ তৈরি করেছে। অযোগ্য ও অসৎ উদ্দেশ্যপূর্ণ নীতি ব্যবসার জন্য এমন ভয়ের পরিবেশ তৈরি করেছে, যা ভারতের অর্থনৈতিক ক্ষমতার টুঁটি টিপে ধরবে। দেশে সৎ ভাবে ব্যবসা করায় উৎসাহ দিতে এখন নৈতিকতা এবং স্বাধীনতাকে লালন করা জরুরি।’’

Advertisement

এক্স-এই কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের মন্তব্য, ‘‘বোধহীন নোটবন্দির আজ অষ্টম বছর — অজৈবিক প্রধানমন্ত্রীর অর্থনীতিকে দেওয়া প্রথম ধাক্কা ও অর্থনীতির গতি হারানোর শুরু। ছোট শিল্প ধ্বংস

হয়েছিল ও লক্ষ লক্ষ জীবিকায় বিরূপ প্রভাব পড়েছিল।’’ তাঁর দাবি, ওটা তুঘলকীয় সিদ্ধান্ত। কালো টাকায় প্রভাব পড়েনি। এমনকি আগের চেয়ে এখন অর্থনীতিতে নগদ অনেক বেশি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement