মেঘদূত রায়চৌধুরী।
বেঙ্গল চেম্বার্স অব কমার্সের অন্ত্রেপ্রিনিয়র কমিটির নতুন চেয়ারপার্সন হলেন মেঘদূত রায়চৌধুরী। তিনি টেকনো ইন্ডিয়া গ্রুপের অধিকর্তা। আগামী এক বছরের জন্য বেঙ্গল চেম্বার্স অব কমার্সের অন্ত্রেপ্রিনিয়র কমিটির চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন তিনি।
মাত্র ১৯ বছর বয়সে মেঘদূত কলকাতায় ব্লুপারহাউস স্টুডিয়ো গড়ে তোলেন। এটা একটা মিউজিক রেকর্ডিং স্টুডিয়ো ছিল। তার পরই পড়াশোনা শেষ করে তিনি টেকনো ইন্ডিয়া গ্রুপের সঙ্গে যুক্ত হন।
এ রাজ্যের স্টার্টআপ ইকোসিস্টেমের বিবর্তনে নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান বলে জানিয়েছেন মেঘদূত। এ রাজ্য তথা ভারত এবং পশ্চিমবঙ্গে স্টার্টআপ ব্যবসায় বিদেশি লগ্নি টানতে তাঁর অভিজ্ঞতা সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে। যা এ রাজ্যে কর্মসংস্থানেও সাহায্য করবে।
আরও পড়ুন: কলকাতায় আসছেন মন্ত্রী, জল্পনা অশোকনগর নিয়ে