নির্দিষ্ট কিছু পণ্যের রফতানির ক্ষেত্রে লাইসেন্সের আবেদন এবং তার প্রক্রিয়া এখন থেকে অনলাইনে করা যাবে। গত ১৯ মার্চ থেকে এই ব্যবস্থা চালু হলেও ১ এপ্রিল থেকে এই পদ্ধতি বাধ্যতামূলক হতে চলেছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রক। সরকারি সূত্রের খবর, জৈব জ্বালানি-সহ কয়েকটি পণ্যের রফতানির ক্ষেত্রে আলাদা লাইসেন্সের প্রয়োজন হয়। এত দিন হাতে হাতে কাগজের মাধ্যমে এই দরখাস্ত করতে হত। প্রক্রিয়াও হত সে ভাবেই। এখন থেকে পুরো প্রক্রিয়াটাই হবে অনলাইনে। সহজে ব্যবসার পরিবেশ তৈরির অঙ্গ হিসেবেই এই উদ্যোগ বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রকের বৈদেশিক বাণিজ্য বিভাগ (ডিজিএফটি)।
মন্ত্রকের বক্তব্য, প্রশাসনিক কাজে জটিলতা কমলে মূল ব্যবসাতেও তার ইতিবাচক প্রভাব পড়ে। এ ক্ষেত্রে লাইসেন্স পাওয়া সহজ হলে রফতানিও বৃদ্ধি পাবে। সম্প্রতি ডিজিএফটি বিশেষ কিছু পণ্য আমদানির ক্ষেত্রেও লাইসেন্স পেতে অনলাইন ব্যবস্থা চালু করেছে।