টুকরো খবর

বাজারে নতুন মিউচুয়াল ফান্ড প্রকল্প আনল এলআইসি-নমুরা। সংস্থা জানিয়েছে, ‘এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড- নিফ্‌টি ১০০’ প্রকল্পটি রাজীব গাঁধী ইকুইটি সেভিংস স্কিমের অধীন।

Advertisement
শেষ আপডেট: ১০ মার্চ ২০১৬ ০২:৪৭
Share:

এলআইসি-নমুরার ইটিএফ প্রকল্প

Advertisement

বাজারে নতুন মিউচুয়াল ফান্ড প্রকল্প আনল এলআইসি-নমুরা। সংস্থা জানিয়েছে, ‘এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড- নিফ্‌টি ১০০’ প্রকল্পটি রাজীব গাঁধী ইকুইটি সেভিংস স্কিমের অধীন। মূলত দীর্ঘ মেয়াদে তহবিল গড়ে তুলতে আগ্রহীদের লক্ষ্য করেই এই প্রকল্প আনা হয়েছে। প্রথম দফায় এই ওপেন এন্ডেড প্রকল্প কেনা যাবে ১১ মার্চ পর্যন্ত। ন্যূনতম লগ্নি ৫,০০০ টাকা। তবে প্রকল্প চালু এবং বন্ধের কোনও খরচ নেই বলেই সংস্থার দাবি।

Advertisement

নতুন ফান্ড

ডিএসপি ব্ল্যাকরক ইনভেস্টমেন্ট ম্যানেজার্স বাজারে আনল নতুন ইকুইটি সেভিংস ফান্ড। প্রকল্পে লগ্নির একটি অংশ খাটবে শেয়ার বাজার এবং শেয়ার সংক্রান্ত বিভিন্ন প্রকল্পে। অন্য অংশ যাবে মূলত ঋণপত্রে।

দীর্ঘ মেয়াদে বড় অঙ্কের তহবিল গড়ে তোলাই প্রকল্পটির লক্ষ্য বলে দাবি সংস্থার। এর দু’টি ভাগ রয়েছে— ডিরেক্ট প্ল্যান এবং রেগুলার প্ল্যান। এগুলির মধ্যে আবার গ্রোথ এবং ডিভিডেন্ড। এই দুইয়ের যে-কোনও একটির সুযোগ নিতে পারবেন লগ্নিকারী। ১২ মাসের মধ্যে প্রকল্প থেকে বেরিয়ে এলে ১% এগ্‌জিট লোড লাগবে। তার পরে কোনও খরচ দিতে হবে না। ইস্যু বন্ধ হবে ২২ মার্চ।

করমুক্ত বন্ড

করমুক্ত বন্ড বাজারে ছাড়ল নাবার্ড। তারা জানিয়েছে, ওই বন্ডের প্রতিটির ফেস ভ্যালু ১,০০০ টাকা। নাবার্ডের দাবি, খুচরো লগ্নিকারীদের ক্ষেত্রে ১০ বছরের বন্ডের কুপন রেট স্থির করা হয়েছে ৭.২৯ শতাংশ। আর ১৫ বছরের ক্ষেত্রে তা ৭.৬৪ শতাংশ। এটি মূল্যায়ন সংস্থা ক্রিসিল এবং ইন্ডিয়া রেটিংস-এর ‘ট্রিপল-এ/ স্টেবল’ রেটিং প্রাপ্ত। ইস্যু বন্ধ হবে আগামী ১৪ মার্চ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement