ADB

চাহিদায় ধাক্কা, কমছে বেসরকারি লগ্নি, উদ্বেগ বাড়িয়ে বৃদ্ধির পূর্বাভাস আরও কমাল এডিবি

বুধবার আশঙ্কা এবং উদ্বেগকে আরও উস্কে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (এডিবি) বৃদ্ধির সম্পর্কে তাদের অনুমানকে ঠেলে দিল তারও নীচে, ৬.৫ শতাংশে। আগে ৭% হবে বলেছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ০৭:১৭
Share:

চা, বিস্কুট, সাবান, শ্যাম্পুর মতো দৈনন্দিন প্রয়োজনীয় ভোগ্যপণ্য থেকে গাড়ি, বাড়ি— সর্বত্র কেনাকাটায় ভাটা। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

ছাঁটাইয়ের পথে হেঁটেছে খোদ রিজ়ার্ভ ব্যাঙ্ক। জুলাই-সেপ্টেম্বরে আর্থিক বৃদ্ধির হার পিছলে প্রায় ২১ মাসের নীচে (৫.৪%) নেমে যাওয়ার পরে চলতি অর্থবর্ষে তার পূর্বাভাসকে আর ৭.২ শতাংশে ধরে রাখতে পারেনি তারা। নামিয়ে এনেছে ৬.৬ শতাংশে। বুধবার আশঙ্কা এবং উদ্বেগকে আরও উস্কে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (এডিবি) বৃদ্ধির সম্পর্কে তাদের অনুমানকে ঠেলে দিল তারও নীচে, ৬.৫ শতাংশে। আগে ৭% হবে বলেছিল। আগামী অর্থবর্ষেও তা ৭.২% থেকে কমিয়ে করা হয়েছে ৭%। এর কারণ এক দিকে চাহিদায় ধাক্কা, অন্য দিকে বেসরকারি লগ্নির খরা। এডিবির আশঙ্কা ইতিমধ্যেই স্পষ্ট বিভিন্ন পরিসংখ্যানে। দেখা গিয়েছে চা, বিস্কুট, সাবান, শ্যাম্পুর মতো দৈনন্দিন প্রয়োজনীয় ভোগ্যপণ্য থেকে গাড়ি, বাড়ি— সর্বত্র কেনাকাটায় ভাটা। খাদ্য-সহ অত্যাবশ্যক পণ্যের মূল্যবৃদ্ধি চড়া হওয়ায় খরচ করার টাকাই নেই অনেকের। চাহিদাকে শ্লথ হতে দেখে খরচ-খরচা করে উৎপাদন বাড়াতে সাহস পাচ্ছে না সংস্থাগুলিও। সব মিলিয়ে ঘা খাচ্ছে জিডিপি বৃদ্ধির হার।

Advertisement

অর্থনীতির পরিস্থিতি নিয়েই এ দিন এক্স-এ কেন্দ্রকে ফের বিঁধেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। পোস্টে তুলে ধরেছেন ম্যারিকোর কর্ণধার হর্ষ মারিওয়ালার উদ্বেগ। যেখানে হর্ষ বলেছেন, ‘‘ভারত এগোচ্ছে ইংরাজি ‘কে’ (K) অক্ষরের মতো। ধনীরা ক্রমশ ধনী হচ্ছেন। গরিবেরা ভুগছেন বেকারত্ব, মূল্যবৃদ্ধির জেরে। মানুষের আয় বৃদ্ধি না হওয়ায় মার খাচ্ছে চাহিদা।’’ রমেশের প্রশ্ন, ‘‘সরকার কি এই সব কথা আদৌ শুনছে?’’

এক অনুষ্ঠানে অবশ্য অর্থমন্ত্রীকে দাম কমানোর জন্য তাঁর সরকারের জোগান ব্যবস্থা মসৃণ করার লক্ষ্যের কথা বলতে শোনা যায়। তবে বেসরকারি সংস্থাগুলিকে গত এক দশক থেকে শিক্ষা নিয়ে দেশের অর্থনীতি এবং অগ্রাধিকারের ভিত্তিতে ব্যবসা করার পরামর্শ দিতেই বিরোধীদের কটাক্ষ, শিক্ষা মোদী সরকারকেও নিতে হবে। লাগাতার চড়ে থাকা মূল্যবৃদ্ধি, বেকারত্ব, শ্লথ চাহিদা, উৎপাদন সেই শিক্ষা না নেওয়ারই ফল। যে কারণে দেশে বাড়ছে আর্থিক বৈষম্য।

Advertisement

এডিবি-র দাবি, দেশে আশঙ্কার থেকেও বেশি শ্লথ বেসরকারি লগ্নি এবং আবাসনের চাহিদা। বৃদ্ধিতে ধাক্কা দিতে পারে আমেরিকার বাণিজ্য নীতিতে সম্ভাব্য বদলও। তাতে চড়তে পারে মূল্যবৃদ্ধিও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement