চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
অগস্ট মাসে প্রশাসনিক বৈঠক করতে এসে দিঘায় আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টারের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, আগামী ডিসেম্বর মাসে পরবর্তী বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে হবে দিঘায়।
তারপরেই পর্যটন কেন্দ্র দিঘা-সহ শহরের সৌন্দর্যায়নে তৎপরতা শুরু হয়েছিল দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ও জেলা প্রশাসনের। রাস্তাঘাট সংস্কার থেকে সৈকতে বেআইনিভাবে বসা হকার সরাতে উদ্যোগী হয় প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে খবর, আগামী ১১ ও ১২ ডিসেম্বর দিঘায় শিল্পপতিদের নিয়ে বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই বাণিজ্য সম্মেলনকে সফল করতে রাজ্য শিল্পোন্নয়ন নিগমের তরফেও প্রস্তুতি নেওয়া হচ্ছে। সম্মেলনে শিল্পপতিদের আসার বিষয়টি শিল্পোন্নয়ন নিগম দেখাশোনা করছে। রাজ্য সরকারের বিভিন্ন দফতর ছাড়াও জেলা প্রশাসন, পুলিশ এবং দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সম্মেলনের জন্য দিঘার পরিকাঠামো ও নিরাপত্তার বিষয়ে প্রস্তুতি নিচ্ছে।
সম্মেলনের প্রস্তুতি নিয়ে শনিবার কাঁথির মহকুমাশাসকের অফিসে জেলাপ্রশাসনের আধিকারিক এবং দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কর্তাদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়।
সম্মেলনে জেলার হলদিয়া শিল্পাঞ্চলের আরও উন্নয়নের সম্ভবনা ও প্রস্তাবিত তাজপুর বন্দর গড়ে তোলার পাশাপাশি দিঘা, শঙ্করপুর এবং মন্দারমণিকে পর্যটকদের গন্তব্য হিসেবে তুলে ধরা হবে শিল্পপতিদের কাছে। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের সভাপতি তথা কাঁথির সাংসদ শিশির অধিকারী বলেন, ‘‘বাণিজ্য সম্মেলন থেকে যাতে আন্তর্জাতিক ক্ষেত্রে ভাল বার্তা যায় সেজন্য রাজ্য সরকার, জেলাপ্রশাসন ও পর্ষদের তরফে সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে।’’
জেলাশাসক পার্থ ঘোষ বলেন, ‘‘দু’দিনের বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী, রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিক ও শিল্পপতিরা আসবেন। এর জন্য দিঘার বিভিন্ন পরিকাঠামো ও সৌন্দর্যয়ানের কাজ হচ্ছে।’’