কোন মোবাইল সংযোগে সবচেয়ে দ্রুত ভিডিয়ো দেখতে পারবেন? আর কোন মোবাইল সংযোগে দ্রুত নিজের তোলা ছবি, ভিডিয়ো শেয়ার করতে পারবেন?
এই নিয়ে মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা লেগেই রয়েছে। সকলেরই দাবি, তাদের নেটওয়ার্ক সবচেয়ে বেশি ডাউনলোড এবং আপলোড স্পিড দেয়।
নানা রকম কথা শুনে গ্রাহকরাও বিভ্রান্ত হন। এই বিভ্রান্তি কাটাতেই সম্প্রতি ট্রাই কোন নেটওয়ার্ক সবচেয়ে বেশি স্পিড দেয়, তার একটা সমীক্ষা করেছে।
ওই সমীক্ষা থেকে জানা গিয়েছে, ডাউনলোড স্পিড সবচেয়ে বেশি রিল্যায়ান্স জিয়োতে। আর আপলোড স্পিড সবচেয়ে বেশি ভোডাফোনে।
মাইস্পিড অ্যাপ্লিকেশনের সাহায্যে চালানো ট্রাইয়ের সমীক্ষায় দেখা গিয়েছে, ডাউনলোড স্পিড সবচেয়ে বেশি জিয়োর। প্রতি সেকেন্ডে ২১.৫ মেগাবাইট।
জিয়োর পরই এই তালিকায় রয়েছে ভারতী এয়ারটেল। ভারতী এয়ারটেল নেটওয়ার্কে গ্রাহক 8 এমবিপিএস স্পিডে ডাউনলোড করতে পারেন।
আর আপলোড স্পিডে সমস্ত নেটওয়ার্ককে ছাড়িয়ে গিয়েছে ভোডাফোন। ট্রাই জানিয়েছে, ভোডাফোনের আপলোড স্পিড ৬.৫ এমবিপিএস।
এর পরই রয়েছে আইডিয়া। আপলোড স্পিড ৫.৫ এমবিপিএস। যদিও আইডিয়া এবং ভোডাফোন এই দুই কোম্পানি মিশে গিয়েছে। তবুও ট্রাই দুটো ক্ষেত্রেই আলাদা করে স্পিড পরিমাপ করেছে।
এর পরে তালিকায় রয়েছে জিয়ো। যার আপলোড স্পিড ৩.৯ এমবিপিএস।
এবং তারপর তালিকায় রয়েছে ভারতী এয়ারটেল। ভারতী এয়ারটেলের আপলোড স্পিড ৩.৭ এমবিপিএস।