Reliance Jio

Jio: পরিষেবা আরও ভাল করতে রাজ্য জুড়ে স্পেকট্রাম বাড়াচ্ছে জিয়ো

গ্রাহকের সুবিধার্থে সারা রাজ্য জুড়েই রিল্যায়ান্স জিয়োর স্পেকট্রাম বাড়াতে চলেছে সংস্থা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২১ ০৮:০১
Share:

প্রতীকী ছবি।

গ্রাহকের সুবিধার্থে সারা রাজ্য জুড়েই রিল্যায়ান্স জিয়োর স্পেকট্রাম বাড়াতে চলেছে সংস্থা।

Advertisement

সম্প্রতি টেলিকম দফতর (ডট)-এর ডাকা স্পেকট্রাম নিলামে অংশ নিয়েছিল জিয়ো। তাতে আগামী ২০ বছরের জন্য ৫৭ হাজার ১২৩ কোটি টাকার বিনিময়ে স্পেকট্রাম নিয়েছে সংস্থা।

জিয়োর তরফে জানানো হয়েছে, ডেটা পরিষেবা বাড়ানোর জন্য ১৫ মেগাহার্ৎজ়ের স্পেকট্রাম পশ্চিমবঙ্গ জুড়ে লাগানো হবে। এ রাজ্যের ১৩ হাজারেরও বেশি এলাকায় তা লাগানো হবে। এর ফলে রাজ্য জুড়েই জিয়ো তার গ্রাহকদের আরও ভাল পরিষেবা দিতে পারবে বলে জানিয়েছে। যার ফলে পড়ুয়ারা যেমন নির্বিঘ্নে অনলাইন ক্লাস করতে পারবেন তেমনই বাড়ি থেকে সমস্যামুক্ত হয়ে অফিসের কাজও চালাতে পারবেন সকলেই।

Advertisement

পাশাপাশি জিয়োর তরফে এও জানানো হয়েছে, পরিষেবা ভাল করতে 4জি নেটওয়ার্কের সংখ্যাও আরও বাড়ানো হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement