জয়তী ঘোষ।
রাষ্ট্রপুঞ্জের দ্বিতীয় উচ্চপর্যায়ের আর্থিক এবং সামাজিক উপদেষ্টা পর্ষদে মনোনীত হলেন অর্থনীতিবিদ জয়তী ঘোষ। করোনা পরবর্তী পৃথিবীতে আর্থ-সামাজিক ক্ষেত্রের সামনে থাকা চ্যালেঞ্জ কী ভাবে মোকাবিলা করা সম্ভব, সেই পথ খুঁজে বার করতেই দু’বছর কাজ করবে এই পর্ষদ। যেখানে সদস্য হিসেবে ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস আমহার্স্টের অর্থনীতির এই অধ্যাপক ছাড়াও আছেন বিভিন্ন ক্ষেত্রের আরও ১৯ জন বিশেষজ্ঞ।
এর আগে প্রায় ৩৫ বছর ধরে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক হিসেবে কাজ করেছেন জয়তী। তারও আগে সেখান থেকে স্নাতকোত্তর এবং এমফিলের পরে কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেন তিনি।