দেউলিয়া বিধি তৈরি। সালিশি আইনে আসছে বদল। ঝুলিতে ঠাসা আরও বহু সংস্কার। দ্রুত দিনের আলো দেখবে যেগুলি। আর এই সমস্ত কিছুর হাত ধরেই শুক্রবার ইউরোপ, আমেরিকা ও সিঙ্গাপুরের প্রায় ৩০০ শিল্পপতি ও প্রতিনিধির সামনে ভারতকে লগ্নির আরও আকর্ষণীয় গন্তব্য করে তোলার প্রতিশ্রুতি দিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর দাবি, এখন ভারত আগের মতো নীতিপঙ্গুত্বে ভোগে না। দাঁড়ি পড়েছে অনিশ্চিত কর জমানায়। ক’মাসের মধ্যেই মেটানো যাবে এ নিয়ে সব সমস্যা। জেটলির বার্তা, প্রথম ত্রৈমাসিকে দেশের ৭% বৃদ্ধি বিশ্বের বর্তমান পরিস্থিতিতে যথেষ্ট আকর্ষণীয়। কিন্তু তা সত্ত্বেও ওই হার যথেষ্ট নয় বলে মনে করছেন তাঁরা।