টেলিকম শিল্পে সার্বিক লোকসানের দায় রিলায়্যান্স জিও-র উপর চাপিয়ে দেওয়া নিয়ে ভারতীর সুনীল মিত্তলকে একহাত নিলেন মুকেশ অম্বানী। যদিও মিত্তলকে নিজের বন্ধু বলেই সম্বোধন করেছেন তিনি।
তবে একই সঙ্গে অভিযোগের পাল্টা হিসেবে বলেছেন, মুনাফা নিশ্চিত করতে ব্যবসাগুলির নিয়ন্ত্রক ও সরকারের গ্যারান্টির মুখাপেক্ষী হয়ে থাকার অভ্যেস বন্ধ করা উচিত। অম্বানীর দাবি, লাভ ও লোকসানের ঝুঁকি ব্যবসাকে নিতেই হয়।
কিন্তু তাঁর মতে, সকলেরই খুঁজে দেখা জরুরি, জিও টেলিকম শিল্পে পা রাখার পরে দেশ ও সাধারণ মানুষের লাভ হয়েছি কি না। বরং জিও-কর্তার দাবি, তাঁর সংস্থা এই ব্যবসায় ঢোকার পরেই বিশ্বের পয়লা নম্বর জায়গা পেয়েছে ভারতের মোবাইল ব্রডব্যান্ডের বাজার। নেটে তথ্য আদান-প্রদানকারীদের নিরিখে স্থান মিলেছে আমেরিকা ও চিনের পরেই।