গত ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত দেখলে ভারতে কমেছে কর্মসংস্থানের হার। যার অন্যতম কারণ মহিলাদের কাজ ছেড়ে যাওয়া। এই অবস্থায় এখনকার হার ধরে রাখতেই বছরে ৮১ লক্ষ কাজের সুযোগ তৈরি করা জরুরি বলে সোমবার মত প্রকাশ করল বিশ্বব্যাঙ্ক।
এক রিপোর্টে বিশ্বব্যাঙ্ক ইঙ্গিত দিয়েছে, চলতি অর্থবর্ষে ভারতে বৃদ্ধি দাঁড়াবে ৭.৩%। পরের দু’বছরে ৭.৫%। তাদের মতে, বৃদ্ধিতে গতি আনতে কর্মসংস্থান বাড়ালেই শুধু হবে না। বরং মহিলাদের আরও বেশি করে কাজের জগতে টেনে আনতে হবে।
কেন্দ্রে ক্ষমতায় আসার পরে কর্মসংস্থানকে পাখির চোখ করে এগোনোর কথা জানিয়েছে নরেন্দ্র মোদী সরকার। অথচ বিরোধীদের অভিযোগ, গত চার বছরে সে রকম কাজের সুযোগ তৈরি হয়নি দেশে। মোদী জানেন, ২০১৯ সালে জিততে জরুরি কমবয়সিদের পাশে পাওয়া। তাঁদের মনজয়ের প্রথম শর্ত চাকরি। এই অবস্থায় বিশ্বব্যাঙ্কের রিপোর্ট তাদের চাপ আরও বাড়ল বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।
চাকরি চাই, মত প্রণবেরও: কর্মসংস্থান না হলে দেশের জনসম্পদই অভিশাপ হয়ে দাঁড়াতে পারে বলে এ দিন মন্তব্য করেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর মতে, দেশে জনসংখ্যার বিপুল অংশই তরুণ প্রজন্মের। কিন্তু তাঁদের জন্য কাজের সুযোগ তৈরি করতে না পারলে, সেটাই অভিশাপ হয়ে দাঁড়াতে পারে।