বিমায় স্বচ্ছতার লক্ষ্যে নয়া বিধি

সম্প্রতি মার্চেন্ট চেম্বারের এক সভার ফাঁকে আইআরডিএ-র অন্যতম কর্তা কে গণেশ জানান, ফেব্রুয়ারি থেকেই আসছে নতুন বিধি। প্রতিটি বিমা সংস্থাকে তা বাধ্যতামূলক ভাবে কার্যকর করতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৯ ০২:৩৩
Share:

প্রতীকী ছবি।

জীবন বিমা প্রকল্প বিক্রির সময় গ্রাহককে বলা হয় মেয়াদ শেষে কত টাকা ফেরত পাবেন। তবে তাই নিয়ে ওঠে নানা প্রশ্নও। এ বার তাতে কিছুটা স্বচ্ছতা আনতে তৎপর হল বিমা নিয়ন্ত্রক আইআরডিএ। জানাল, মেয়াদ শেষে গ্রাহক কত ফেরত পাবেন, তা বললেই শুধু হবে না। প্রিমিয়ামের উপরে বাড়তি প্রাপ্যের অঙ্ক কতটা হতে পারে, তারও কিছুটা আভাস দিতে হবে। প্রিমিয়ামের টাকা বাজারে কী ভাবে কোথায় খাটিয়ে তা আসবে, দিতে হবে সেই ইঙ্গিতও।

Advertisement

সম্প্রতি মার্চেন্ট চেম্বারের এক সভার ফাঁকে আইআরডিএ-র অন্যতম কর্তা কে গণেশ জানান, ফেব্রুয়ারি থেকেই আসছে নতুন বিধি। প্রতিটি বিমা সংস্থাকে তা বাধ্যতামূলক ভাবে কার্যকর করতে হবে। তাঁর দাবি, নতুন নিয়মে পলিসির মেয়াদ শেষে গ্রাহক প্রিমিয়াম ছাড়াও অতিরিক্ত কত টাকা হাতে পেতে পারেন এবং কী ভাবে, বিমা সংস্থাকে তার ইঙ্গিত দিতে হবে সেটি বিক্রির সময়েই।

গণেশ জানান, দু’টি হিসেব দেওয়া হবে। একটিতে থাকবে মোট জমা প্রিমিয়ামের বাড়তি ৪% টাকা দেওয়ার হিসেব। অন্যটিতে বাড়তি ৮ শতাংশের। তবে গ্রাহক শেষে কত পাবেন, তা নির্ভর করবে পলিসির তহবিল লগ্নি করে কেমন লাভ হল তার উপরে। বণিকসভার সভাপতি বিশাল ঝাঝারিয়ার দাবি, বিমা প্রকল্প কেনার খরচ কমাতে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোয় জোর দেওয়া উচিত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement