Interest rate

ফিক্সড ডিপোজিটে বিভিন্ন ব্যাঙ্কে সুদের হার দেখে নিন

দেশের বিভিন্ন ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে সুদের হার জেনে নিন

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৮ ১০:৫৬
Share:
০১ ১১

ফিক্সড ডিপোজিটে (স্থায়ী আমানত) গড়ে ০.০৫-০.১০ শতাংশ সুদের হার বাড়িয়েছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। ১ অগস্ট থেকে যা কার্যকর। দেশের অন্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে স্থায়ী আমানতে বছরে সুদের হার কত, জেনে নেওয়া যাক।

০২ ১১

সিনিয়র সিটিজেনদের ০.৫ শতাংশ বেশি সুদ দেওয়া হয়। সুদের হার বাড়লে, সিনিয়র সিটিজেনরা ফিক্সড ডিপোজিটে সেই মতো বেশি সুদ পাবেন।

Advertisement
০৩ ১১

এলাহাবাদ ব্যাঙ্ক: এই ব্যাঙ্কে স্থায়ী আমানতের ক্ষেত্রে এক বছর থেকে ২ বছরের মধ্যের মেয়াদে সুদের হার ৬.৬০ শতাংশ।

০৪ ১১

অন্ধ্র ব্যাঙ্ক: এই ব্যাঙ্কে স্থায়ী আমানতের ক্ষেত্রে এক বছর থেকে ২ বছর মেয়াদে সুদের হার ৬.৬০-৭.১০ শতাংশ।

০৫ ১১

ব্যাঙ্ক অব বরোদা: স্থায়ী আমানতে এক বছর এক মাস ছ’দিন থেকে ১০ বছর পর্যন্ত সুদের হার ৬.২৫ শতাংশ থেকে ৬.৭৫ শতাংশ।

০৬ ১১

ব্যাঙ্ক অব মহারাষ্ট্র: স্থায়ী আমানতে এক বছর থেকে দু’ বছরে সুদের হার ৬.৫০ থেকে ৭.০০ শতাংশ।

০৭ ১১

ব্যাঙ্ক অব ইন্ডিয়া: স্থায়ী আমানতে এক বছর থেকে এক বছর ৩৬৪ দিন পর্যন্ত ৬.৬০-৭.১০ শতাংশ।

০৮ ১১

কানাড়া ব্যাঙ্ক: স্থায়ী আমানতে এক বছর থেকে দু’ বছরে সুদের হার ৬.৫০ থেকে ৭.০০ শতাংশ।

০৯ ১১

সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া: স্থায়ী আমানতে এক বছর থেকে দু’ বছরে সুদের হার ৬.৬০ শতাংশ।

১০ ১১

কর্পোরেশন ব্যাঙ্ক: স্থায়ী আমানতে এক বছরে সুদের হার ৬.৬০ শতাংশ।

১১ ১১

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক: স্থায়ী আমানতে এক বছর থেকে দু’ বছরে সুদের হার ৬.৫০ থেকে ৭.০০ শতাংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement