বাজারে শেয়ার ছাড়তে প্রস্তাব পেশ ইন্ডিগোর

সব জল্পনার অবসান ঘটিয়ে বাজারে শেয়ার ছাড়ার জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)-র কাছে মঙ্গলবারই খসড়া প্রস্তাবনাপত্র বা প্রসপেকটাস দাখিল করল ইন্ডিগো। এই প্রথম বাজারে শেয়ার ছাড়তে চলেছে দেশের অগ্রণী বিমান পরিষেবা সংস্থাটি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ জুলাই ২০১৫ ০৩:২৯
Share:

সব জল্পনার অবসান ঘটিয়ে বাজারে শেয়ার ছাড়ার জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)-র কাছে মঙ্গলবারই খসড়া প্রস্তাবনাপত্র বা প্রসপেকটাস দাখিল করল ইন্ডিগো। এই প্রথম বাজারে শেয়ার ছাড়তে চলেছে দেশের অগ্রণী বিমান পরিষেবা সংস্থাটি।

Advertisement

এ দিন ইন্ডিগোর পরিচালন সংস্থা ইন্টার গ্লোব এন্টারপ্রাইজেস জানিয়েছে, ১,২৭২.২ কোটি টাকার নতুন শেয়ার ছাড়বে সংস্থা। পাশাপাশি, ইন্ডিগোর লগ্নিকারীদের হাতে থাকা তিন কোটিরও বেশি শেয়ার বেচা হবে। খসড়া অনুসারে, পর্যটন শিল্পের উদ্যোগী রাহুল ভাটিয়া এবং ইউ এস এয়ারওয়েজ-এর প্রাক্তন চিফ এগ্‌জিকিউটিভ রাকেশ গাঙ্গোয়াল তাঁদের হাতের শেয়ারও বিক্রি করবেন। এই দু’জনের হাত ধরেই ২০০৬ সালে তৈরি হয় ইন্ডিগো। ব্যাঙ্কিং শিল্প সূত্রের খবর, সব মিলিয়ে বাজার থেকে প্রায় ৪০ কোটি ডলার (প্রায় ২,৫০০ কোটি টাকা) তুলবে সংস্থাটি।

প্রসঙ্গত, বাজার দখলের দিক থেকে ভারতে প্রথম স্থানে ইন্ডিগো। পাশাপাশি, দেশে এখন মাত্র যে দু’টি বিমান পরিষেবা সংস্থা মুনাফা করছে, তার মধ্যে আছে ইন্ডিগো। অপর সংস্থাটি হল গোএয়ার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement