news of inflation

সব্জির চড়া দাম, ১৪ মাসে খুচরো মূল্যবৃদ্ধির পরিমাণ সর্বোচ্চ

খুচরো মূল্যবৃদ্ধির হার ৬.২১ শতাংশে পৌঁছেছে যা রীতিমতো উদ্বেগজনক বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞই।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১৯:৩৬
Share:

ছবি: রয়টার্স।

সব্জির দাম বেড়ে যাওয়ায় অক্টোবরে ভারতের খুচরো মূল্য বৃদ্ধির পরিমাণ সর্বোচ্চে। হঠাৎ করে সব্জির দাম একলাফে বেড়ে যাওয়ায় খুচরো পণ্যের মূল্যসূচকের নিরিখে মূল্যস্ফীতির হার এখনও যথেষ্ট চড়া, বিশেষত খাদ্যপণ্যে মূল্যবৃদ্ধির হার রীতিমতো উদ্বেগজনক। খাদ্যপণ্যের বাজার চড়তেই ফের খুচরো মূল্যবৃদ্ধির হার ৬.২১ শতাংশে পৌঁছেছে যা গত ১৪ মাসের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। মঙ্গলবার সরকারি প্রতিবেদনে যা তথ্য উঠে এসেছে তার উপর ভিত্তি করে রয়টার্স জানিয়েছে, প্রথম বারের মতো কেন্দ্রীয় ব্যাঙ্কের মাপকাঠি ছাড়িয়ে অনেকটা উপরে উঠে গিয়েছে মূল্যবৃদ্ধির হার। বিশেষজ্ঞরা আশঙ্কা করেছিলেন, এই মূল্যবৃদ্ধির হার ৫.৮১ পর্যন্ত হতে পারে। সেই পূর্বাভাস ছাড়িয়ে আরও খানিকটা বেড়ে গিয়েছে মূল্যবৃদ্ধি।

Advertisement

অক্টোবরে সব্জির দাম বেড়েছে ৪২.১৮ শতাংশ। যা গত বছরের সেপ্টেম্বরের তুলনায় ৩৬ শতাংশ বেড়েছে। অক্টোবরে খাদ্যশস্যের মূল্যস্ফীতির হার ছিল ৬.৯৪ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৬.৮৪ শতাংশ ছিল, যেখানে ডালের মূল্য এক মাস আগে ৭.৪৩ শতাংশ, এখন ৯ শতাংশের উপর বেড়েছে।

সেপ্টেম্বরে মূল্যবৃদ্ধির হার ছিল ৫.৪৯ শতাংশ। তার আগের মাস, অর্থাৎ অগস্টে খুচরো মূল্যবৃদ্ধির হার ছিল ৩.৬৫ শতাংশ। অক্টোবরের মাঝামাঝি ঋণনীতি ঘোষণার পরে রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছিলেন, সেপ্টেম্বরে দেশের খুচরো বাজারে মূল্যবৃদ্ধি বড় লাফ দিতে পারে। সেই আশঙ্কাই সত্যি হল অক্টোবরেও। শস্য, সব্জি এবং অন্যান্য খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে না আনতে পারলে খুচরো পণ্যে মূল্যবৃদ্ধির হার কমানো কঠিন হবে বলে অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন। এমন পরিস্থিতি হলে নেতিবাচক প্রভাব পড়তে পারে শেয়ার বাজারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement