Union Budget 2023

এমআইএসে সঞ্চয়ের সীমা বেড়ে ৯ লক্ষ, প্রবীণদের নিষ্কর সঞ্চয়ে ছাড়, বিশেষ সুবিধা মহিলাদের

জয়েন্ট অ্যাকাউন্টেরও ক্ষেত্রেও ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে। আগে যেখানে ৯ লক্ষ টাকা রাখা যেত, এখন থেকে সেই সঞ্চয়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ১৫ লক্ষ টাকা হল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৫০
Share:

স্বল্প সঞ্চয়ে একগুচ্ছ ছাড় ঘোষণা মোদী সরকারের। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

মহিলা এবং প্রবীণদের জন্য ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে সঞ্চয়ে বেশ কিছু ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে বাজেটে। তাঁদের সুবিধার্থেই এই ছাড়ের সিদ্ধান্ত বলে ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের।

Advertisement

নতুন এই বাজেটে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট প্রকল্প চালু করার কথা ঘোষণা করা হয়েছে। স্বল্প সঞ্চয়ের এই প্রকল্পে দু’বছরের জন্য টাকা রাখলে ২ লক্ষ টাকা অবধি ৭.৫ শতাংশ পর্যন্ত সুদ পাবেন মহিলারা।

অন্য দিকে, প্রবীণ নাগরিকদের সঞ্চয়ের ক্ষেত্রেও ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে এই বাজেটে। আগে যেখানে ১৫ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয় করতে পারতেন প্রবীণ নাগরিকরা, এ বার সেই ঊর্ধ্বসীমা বেড়ে হল ৩০ লক্ষ টাকা। পোস্ট অফিসে মান্থলি ইনকাম স্কিমে (এমআইএস) একক নামে (সিঙ্গল অ্যাকাউন্ট) সাড়ে ৪ লক্ষ টাকার পরিবর্তে ৯ লক্ষ টাকা রাখা যাবে।

Advertisement

জয়েন্ট অ্যাকাউন্টেরও ক্ষেত্রেও ছাড়ের কথা ঘোষণা করা হয়েছে। আগে যেখানে ৯ লক্ষ টাকা রাখা যেত, এখন থেকে সেই সঞ্চয়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ১৫ লক্ষ টাকা হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement