চুক্তিতে আপত্তি জানিয়ে শেয়ার বাজার নিয়ন্ত্রককে চিঠি লিখেছে খনি মন্ত্রক। ছবি: সংগৃহীত।
বেদান্ত গোষ্ঠীর শাখা সংস্থার শেয়ার কেনার কথা জানুয়ারিতে ঘোষণা করেছিল ওই গোষ্ঠীরই হিন্দুস্তান জ়িঙ্ক। এ জন্য তারা দেবে ২৯৮ কোটি ডলার (প্রায় ২৪,৫৮৫ কোটি টাকা)। সূত্রের খবর, এই চুক্তিতে আপত্তি জানিয়ে শেয়ার বাজার নিয়ন্ত্রককে চিঠি লিখেছে খনি মন্ত্রক। চিঠি গিয়েছে সংস্থার কাছেও।
কেন্দ্রের অভিযোগ, হিন্দুস্তান জ়িঙ্কে সরকারের ২৯.৫৪% শেয়ার রয়েছে। তারাই সব চেয়ে বড় সংখ্যালঘু শেয়ারহোল্ডার। তা সত্ত্বেও চুক্তি সম্পর্কে তাদের সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছিল। কেন্দ্রের সায় না-নিয়ে এই অধিগ্রহণ করা হলে আইনি পথে যাওয়ার হুমকিও দিয়েছে তারা। তবে এই চিঠির বিষয়টি নিয়ে মন্তব্য করেনি দুই সংস্থা এবং অর্থ ও খনি মন্ত্রক। এ দিকে চুক্তি ঘোষণার পর থেকে হিন্দুস্তান জ়িঙ্কের শেয়ার দর পড়েছে প্রায় ছ’ভাগের এক ভাগ। প্রসঙ্গত, কোনও গোষ্ঠীর এক সংস্থার সঙ্গে অন্য সংস্থার চুক্তির ক্ষেত্রে সংখ্যালঘু শেয়ারহোল্ডারদের অধিকাংশের সায় লাগে। তারা চুক্তি আটকাতেও পারে।
২০০২ সালে কেন্দ্রের থেকে হিন্দুস্তান জ়িঙ্কের ২৬% কিনেছিল বেদান্ত। তার পরে আরও ২০% কেনে তারা। বর্তমানে সংস্থাটির ৬৪.৯% রয়েছে অনিল আগরওয়ালের গোষ্ঠীর হাতে। এর পর থেকেই বিবাদে জড়িয়েছে কেন্দ্র ও হিন্দুস্তান জ়িঙ্ক। সংস্থাটিতে নিজেদের বাকি অংশীদারি বিক্রি করতে পারেনি সরকার।
এর মধ্যে গত বছর তার সমাধান হয় এবং কেন্দ্রের লক্ষ্য ছিল চলতি অর্থবর্ষেই ওই শেয়ার বেচে বিলগ্নিকরণের লক্ষ্যের কিছুটা পূরণ করা। কিন্তু চুক্তির কথা সামনে আসার পরে যে ভাবে শেয়ার দর পড়েছে, তাতে সেই পরিকল্পনা ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে আইনি লড়াই শুরু হলে মার্চে শেয়ার কেনার সম্পূর্ণ না-ও হতে পারে।