চিনের সঙ্গে বাণিজ্য ঘাটতি ৫,১০০ কোটি ডলার ছাড়ানোয় চিন্তা বেড়েছে ভারতের। পরিস্থিতি সামলাতে এ বার পড়শি দেশটিতে অবিলম্বে তথ্যপ্রযুক্তি সংক্রান্ত পরিষেবা, কৃষিপণ্য, ওষুধ ও পর্যটনে রফতানি বাড়ানোর সওয়াল করল তারা। কেন্দ্রীয় সূত্রের দাবি, এই সমস্ত ক্ষেত্রে ভারত যে শক্তিশালী তা ইতিমধ্যেই প্রমাণিত। বিশ্ব জুড়ে সেগুলিতে এ দেশের উপস্থিতিও জোরালো। ব্যতিক্রম শুধু চিন।
এই মুহূর্তে একটি আন্তর্জাতিক আমদানি মেলা উপলক্ষে সাংহাই সফর করছেন কেন্দ্রীয় বাণিজ্য সচিব অনুপ ওয়াধওয়ান। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রক জানায়, চিনে ওই মন্ত্রকের ভাইস প্রেসিডেন্ট ওয়াং শোউওয়েনের সঙ্গে বৈঠকে ওই ক্ষেত্রগুলিতে সে দেশের বাজার ভারতের জন্য আরও খুলে দেওয়ার আর্জি জানিয়েছেন ওয়াধওয়ান। যাতে আগামী দিনে দ্রুত লাগাম পরানো যায় ঘাটতিতে।
হিসেব বলছে, ২০১৭ সালে ভারত-চিন দ্বিপাক্ষিক বাণিজ্য আগের বছরের তুলনায় ১৮.৬৩% বেড়েছে। পৌঁছেছে ৮,৪৪৪ কোটি ডলারে। কিন্তু ঘাটতির অঙ্ক থেকে গিয়েছে সেই উঁচুতেই। ৫,১৭৫ কোটি ডলার। সরকারি সূত্রের দাবি, বহু বছর ধরেই ঘাটতি নিয়ে নয়াদিল্লির উদ্বেগের কথা জানানো হচ্ছে বেজিংকে। চাপ দেওয়া হচ্ছে তা কমানোর জন্য। এমনকি গত এপ্রিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনা প্রেসিডেন্ট শি চিনফিংয়ের যে বৈঠক হয়েছিল, তাতেও পাখির চোখ ছিল এই সমস্যার সমাধানই।