পথ চলা শুরু করল ভারতীয় ডাক বিভাগের পেমেন্টস ব্যাঙ্ক পরিষেবা। যার পোশাকি নাম ‘ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক’। যদিও সূচনা পর্বেই উঠছে একাধিক প্রশ্ন। এক ঝলকে দেখে নেওয়া যাক, ব্যাঙ্ক সম্পর্কে কিছু তথ্য।
পেমেন্টস ব্যাঙ্কের মাধ্যমে ১ লক্ষ টাকা পর্যন্ত জমা দেওয়া যায়। কিন্তু ঋণ দেওয়া যায় না।
এই ঘাটতি পূরণ করতে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ডাকঘর পেমেন্টস ব্যাঙ্ক।
দেশের ৬৫০টি ডাকঘরে এই ব্যাঙ্ক চালু হয়েছে। ধাপে ধাপে সমস্ত ডাকঘরেই চালু হবে পেমেন্টস ব্যাঙ্কের কাউন্টার।
গ্রাহক নিজের বাড়িতেও ডাক পিওন বা গ্রামীণ ডাক সেবককে ডেকে অ্যাকাউন্টে টাকা জমা দিতে বা তুলতে পারবেন।
অনেক ডাকঘরে এখন কর্মীর অভাব। এই অবস্থায় দ্রুত পরিষেবা দেওয়া কী করে সম্ভব হবে, ইতিমধ্যেই সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।