চিন ও ভারতের মধ্যে প্রায় নিয়মিতই চলছে রাজনৈতিক বা কূটনৈতিক বিতর্ক। তবে তা দ্বিপাক্ষিক বাণিজ্যে বাধা হবে না বলেই মনে করছেন রাজ্য সফরে আসা চিনা বাণিজ্য-দলের কর্তারা।
জুনে এক সপ্তাহের আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রচার ও পশ্চিমবঙ্গের সঙ্গে বাণিজ্য-সম্পর্ক গড়ার লক্ষ্যে কলকাতায় এসেছে ইয়ুনান প্রদেশের ওই দল। পশ্চিমবঙ্গ ও ইয়ুনানের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের সম্ভাবনা নিয়ে মঙ্গলবার তারা যোগ দেয় ইন্ডিয়ান চেম্বারের এক সভায়। পরে দলের অন্যতম সদস্য তথা ইয়ুনান প্রদেশের বিদেশ দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল জিয়া জিনায় ফেং-কে দ্বিপাক্ষিক বাণিজ্যে চিন-ভারত বিতর্কের প্রভাব নিয়ে প্রশ্ন করা হয়। তাঁর বক্তব্য, এ ধরনের সফরের লক্ষ্য আর্থিক আদান-প্রদান বাড়ানো। এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সব সময়েই দু’দেশের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ। ফলে তা বাধা পাবে না বলেই আশা।
একই মত সভায় হাজির রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়েরও। তাঁর বক্তব্য, দু’দেশের মধ্যে বহু ক্ষেত্রেই যোগাযোগ আছে। কেন্দ্রের ‘অ্যাক্ট ইস্ট’ নীতিতে পশ্চিমবঙ্গের অবস্থান ও গুরুত্বও যথেষ্ট। তাই ইয়ুনান প্রদেশের সঙ্গে এ রাজ্যের বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠলে দু’পক্ষই উপকৃত হবে।