ছবি: সংগৃহীত
অতিমারির জেরে সাধারণ মানুষের রোজগার ধাক্কা খাওয়ায় বিক্রিবাটা কমেছে সমস্ত ক্ষেত্রে। আবাসন শিল্পের উপদেষ্টা সংস্থা অ্যানারক জানাচ্ছে, এই ক্যালেন্ডারবর্ষে দেশের সাতটি গুরুত্বপূর্ণ শহরে বাড়ি বিক্রি কমতে চলেছে ৪৭%। তবে আশার কথা, এই শিল্প সবচেয়ে খারাপ সময় পিছনে ফেলে এসেছে। কম সুদ এবং সরকারি সুবিধাকে কাজে লাগিয়ে গতি পাচ্ছে বিক্রি। পাশাপাশি আবাসন শিল্পের সংগঠন নারেডকোর প্রেসিডেন্ট নিরঞ্জন হিরানন্দানির দাবি, স্ট্যাম্প ডিউটি কমানোর ফলে মহারাষ্ট্রে নতুন বাড়ি বিক্রি বেড়েছে। একই পদক্ষেপ করুক অন্যান্য রাজ্যও। কর ছাড়-সহ বিভিন্ন সুবিধা দিক কেন্দ্র।
অ্যানারকের সমীক্ষা রিপোর্টে জানানো হয়েছে, দিল্লি ও রাজধানী অঞ্চল, বৃহত্তর মুম্বই, পুণে, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই এবং কলকাতা মিলিয়ে এ বছর প্রায় ১.৩৮ লক্ষ বাড়ি বিক্রি হয়েছে। গত বছর যা ছিল ২.৬১ লক্ষ। নতুন বাড়ি তৈরি ২.৩৭ লক্ষ থেকে কমে হয়েছে ১.২৮ লক্ষ। কলকাতায় বিক্রি ১৩,৯৩০ থেকে ৪৯% কমে ৭১৫০ হয়েছে। সাতটি শহরের মধ্যে মুম্বইয়ে বাড়ি বিক্রি হতে চলেছে সবচেয়ে বেশি। ৪৫% কমেও সেই সংখ্যা দাঁড়াতে পারে ৪৪,৩২০।
হিরানন্দানির মতে, স্ট্যাম্প ডিউটি কমানোরই সুফল পাচ্ছে মহারাষ্ট্র। বাকিদেরও এই ধরনের পদক্ষেপ করা উচিত। তাতে বাড়ি বিক্রি বাড়লে কর সংগ্রহও বেশি হবে। রাজ্যের পাশাপাশি কেন্দ্রেরও উচিত গৃহ ঋণের সুদে করছাড়ের অঙ্ক বাড়ানো এবং অবিক্রিত বাড়ি বিক্রির ক্ষেত্রে কর ছাড় দেওয়া।