নেট অ্যান্ডারসন। ছবি: সংগৃহীত।
শেয়ার সংক্রান্ত গবেষণা এবং লেনদেনকারী আমেরিকার হিন্ডেনবার্গ রিসার্চে গত মাসে আচমকা তালা ঝোলানোর কথা জানিয়েছিলেন প্রতিষ্ঠাতা-কর্ণধার নেট অ্যান্ডারসন। যে সংস্থা বছর দুয়েক আগে ভারতে আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার বিরুদ্ধে শেয়ার দরে কারচুপি ও বেআইনি লেনদেনের অভিযোগ তুলে শোরগোল ফেলে দিয়েছিল। ফলে ওঠে প্রশ্ন, হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? জল্পনা দানা বাঁধে এর পিছনে কোনও হুমকি বা চাপ কাজ করছে কি না, তা নিয়ে। মঙ্গলবার নেট জল্পনা খারিজ করে জানালেন, কোনও হুমকি বা চাপের মুখে পড়েননি তিনি। পরিবারের সঙ্গে সময় কাটাতে সংস্থা গুটিয়ে নিচ্ছেন। তবে একই সঙ্গে আদানিদের বিরুদ্ধে রিপোর্টে হিন্ডেনবার্গ যে অভিযোগ তুলেছিল, তাতে অনড় থাকার কথাও জানান তিনি। সংশ্লিষ্ট মহলের দাবি, নেট-এর এই বার্তা তাৎপর্যপূর্ণ।
আদানিদের পরে গত বছর অগস্টে সেবি-র কর্ণধার মাধবী পুরী বুচের দিকেও আঙুল তোলে হিন্ডেনবার্গ। তার পর থেকেই অভিযোগ উঠছিল, ভারত বিরোধী গোষ্ঠী ওসিসিআরপি এবং জর্জ সোরসের মতো শিল্পপতির সঙ্গে সংস্থাটির যোগাযোগ রয়েছে। নেটের দাবি, তাঁরা কোনও জল্পনায় শামিল হতে চান না। তাই এ নিয়ে মন্তব্য করেনি হিন্ডেনবার্গ। নিজেদের তৈরি সব রিপোর্টেও তিনি অনড়। এগুলি তৈরির সময়ে বাইরের সংস্থার দ্বারা প্রভাবিত হননি বলেও দাবি তাঁর।
পাশাপাশি নেটের বক্তব্য, হুমকি বা চাপের মুখে পড়ে সংস্থা বন্ধের সিদ্ধান্ত নেননি। ভারত সম্পর্কে আশাবাদী জানিয়ে তাঁর বার্তা, স্বচ্ছতা ও সংস্থা পরিচালনায় দক্ষতাই এ দেশের
অর্থনীতির অন্যতম চালিকাশক্তি।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে