ভারতে লাল ফিতের ফাঁস ও বিভিন্ন ক্ষেত্রের আইনি প্রক্রিয়া এখনও দীর্ঘ ও ক্লান্তিকর। তবে অর্থনীতি আর নিজের পথ থেকে সম্পূর্ণ বিচ্যুত হওয়ার অবস্থায় নেই। বৃহস্পতিবার দেশের বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আস্থা প্রকাশ করে এই মন্তব্য করেন এইচডিএফসি কর্তা দীপক পারিখ। যাঁকে এর আগে বহু বার অর্থনীতি ও নিয়ম-নীতি নিয়ে অসন্তোষ জানাতে দেখা গিয়েছে। মোদী সরকারের নানা উদ্যোগ এ দেশের অবস্থান মজবুত করতে কাজে লাগবে বলেও জানান তিনি। তাঁর মন্তব্য, প্রাকৃতিক সম্পদের স্বচ্ছ নিলাম ও সকলের জন্য সুরক্ষার ব্যবস্থা করে এই সরকার বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করেছে।