এইচডিএফসি ব্যাঙ্ক। —ফাইল চিত্র।
ভুয়ো লগ্নি প্রকল্পের প্ল্যাটফর্ম খুলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে। এ ব্যাপারে গ্রাহকদের সতর্ক করল এইচডিএফসি ব্যাঙ্ক। তারা জানিয়েছে, সামাজিক মাধ্যমকে কাজে লাগিয়ে বিপুল রিটার্নের লোভ দেখিয়ে আকর্ষণ করার চেষ্টা করছে প্রতারকেরা। অনেক ক্ষেত্রে বিভিন্ন সামাজিক মাধ্যম গ্রুপে আমন্ত্রণ জানিয়ে লগ্নি পরামর্শের প্রলোভন দেখাচ্ছে। প্রতিশ্রুতি দিচ্ছে শেয়ার, আইপিও, বেসরকারি ডিজিটাল মুদ্রায় (ক্রিপ্টোকারেন্সি) মোটা রিটার্নের। আজ এইচডিএফসি ব্যাঙ্ক সতর্কবার্তা জারি করে বলেছে, এই সমস্ত ক্ষেত্রে সাধারণত ভুয়ো ও স্বয়ংক্রিয় প্ল্যাটফর্ম কিংবা অ্যাপ তৈরি করে তার মাধ্যমে লগ্নি করতে বলা হয়। মানুষ যাতে প্রলোভনে পা না দেন।
আজ এইচডিএফসি ব্যাঙ্কের এগ্জ়িকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মনীশ আগরওয়াল বলেন, ‘‘লগ্নি প্রতারণা বাড়ছে। এর বিরুদ্ধে পদক্ষেপের চেষ্টা করছে সরকার, ব্যাঙ্ক এবং নিয়ন্ত্রক। কিন্তু সাধারণ মানুষকেও সতর্ক ও সচেতন থাকতে হবে।’’ ভুয়ো লেনদেন হলে দ্রুত ব্যাঙ্ককে জানাতে বলেছেন তিনি। যাতে লেনদেনের সমস্ত রাস্তা বন্ধ করা যায়। অভিযোগ জানাতে হবে স্বরাষ্ট্র মন্ত্রকের ১৯৩০ হেল্পলাইনে।