Guwahati Tea Auction Center

গুয়াহাটির চা নিলাম কেন্দ্রের নজির

গত অর্থবর্ষে রাজ্যের একমাত্র নিলাম কেন্দ্র থেকে মোট ১৬.৯১ কোটি কেজি চা বিক্রি হয়েছিল। গড় দাম উঠেছিল কেজিতে ২২৭.৭০ টাকা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ০৯:৫৭
Share:
গুয়াহাটি চা নিলাম কেন্দ্র।

গুয়াহাটি চা নিলাম কেন্দ্র। ছবি সংগৃহীত।

চা বিক্রির পরিমাণ এবং দামের নিরিখে ২০২৪-২৫ অর্থবর্ষে নজির গড়ল গুয়াহাটি চা নিলাম কেন্দ্র। যার হাত ধরে ভাল মুনাফার মুখ দেখতে পেরেছেন অসমের চা উৎপাদকেরা।

গত অর্থবর্ষে রাজ্যের একমাত্র নিলাম কেন্দ্র থেকে মোট ১৬.৯১ কোটি কেজি চা বিক্রি হয়েছিল। গড় দাম উঠেছিল কেজিতে ২২৭.৭০ টাকা। গুয়াহাটি টি অকশন বায়ার্স অ্যাসোসিয়েশনের সচিব দীনেশ বাহানি জানান, সারা বছরের হিসাবে লেনদেন হয়েছে ৩৮৫১ কোটি টাকা। যা অপ্রত্যাশিত। এর আগের বছরের তুলনায় ২০২৪-২৫ সালে কেজিতে ৪৪.৫০ টাকা বেশি দর মিলেছে। ২০২৩-২৪ অর্থবর্ষে চায়ের গড় মূল্য ছিল ১৮৩.২০ টাকা। বিক্রি হয়েছিল ১৬.৬৩ কোটি কেজি চা। নানা পরিসংখ্যান তুলে ধরে বাহানি বলেন, গত বছর কেজি পিছু ৭৫১ টাকা দরেও চা বিক্রি হয়েছে। সেটি ছিল হকমল টি। বেজাপথার এস্টেটের চাও ভাল দর পেয়েছে, ৪৭১ টাকা। জেলা ভিত্তিক হিসাব করলে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ধেমাজির চা। পাশাপাশি, অসম বিধানসভা ভবনের কাছে নিলাম কেন্দ্রের ভিতরে যে ইন-হাউস লাউঞ্জ রয়েছে, সেখান থেকেও ১ কোটি টাকার চা খুচরো ক্রেতাদের কাছে বিক্রি হয়েছে।

উল্লেখ্য, ১৯৭০ সালে প্রতিষ্ঠিত এই নিলাম কেন্দ্র ভারতের চায়ের বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিদেশেও এর সুনাম রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন