কেন্দ্র জিএসটি কমানোয় দর নামছে ভোগ্যপণ্যের

ভোগ্যপণ্যে জিএসটি কমার সুবিধা ক্রেতাকে দিচ্ছে  বলে দাবি জানাল সংশ্লিষ্ট শিল্পমহল। মঙ্গলবার তাদের দাবি, কেন্দ্রের আর্জিতে ক্রেতার বোঝা কমানোয় সামিল বেশির ভাগ সংস্থাই।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৭ ০৩:৩৭
Share:

ভোগ্যপণ্যে জিএসটি কমার সুবিধা ক্রেতাকে দিচ্ছে বলে দাবি জানাল সংশ্লিষ্ট শিল্পমহল। মঙ্গলবার তাদের দাবি, কেন্দ্রের আর্জিতে ক্রেতার বোঝা কমানোয় সামিল বেশির ভাগ সংস্থাই।

Advertisement

জিএসটি-র হার ঢেলে সাজার পরে দাম কমার সুবিধা সকলকে পৌঁছে দিতে সোমবার আর্জি জানিয়েছে পরোক্ষ কর পর্ষদ। তা না-হলে শাস্তির কোপে পড়তে হবে বলেও জানিয়ে দেয় কেন্দ্র। একই আর্জি জানান অর্থ সচিব হাসমুখ আঢিয়া। তিনি বলেন খুচরো বিক্রেতারা দাম কমিয়েছে কি না, তা দেখতে হবে শিল্পকেই। কেন্দ্রের আর্জির সঙ্গে তাল মিলিয়ে মঙ্গলবারই বেশ কিছু সংস্থা দাম কমানোর দাবি করেছে। তালিকায় রয়েছে আইটিসি, হিন্দুস্তান ইউনিলিভার, ম্যারিকো, ডাবরের মতো ভোগ্যপণ্য সংস্থা।

আইটিসি-র মুখপাত্র মঙ্গলবার জানান, পরিবর্তিত হার মেনে তাঁরা দাম সংশোধন করেছেন। হিন্দুস্তান ইউনিলিভারের দাবি, দাম কমাতে তারা দায়বদ্ধ। ম্যারিকো-র সিএফও বিবেক কার্ভে বলেন, ‘‘পুরনো পণ্যে নতুন স্টিকার মেরে বা দামে ছা়ড় দিয়ে বিক্রি করা হচ্ছে।’’ প্রসঙ্গত, সম্প্রতি ১৭৮টি পণ্যে জিএসটি-র হার ২৮ থেকে ১৮% করেছে কেন্দ্র।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement