প্রস্তাব ছিল আগেই। কিন্তু নানা কারণে তা কার্যকর করা যায়নি। এ বার তিনটি রাষ্ট্রায়ত্ত সাধারণ বিমা সংস্থাকে মিশিয়ে একটি সংস্থা তৈরির জন্য কোমর বাঁধছে মোদী সরকার। এর জন্য বাজেটে ১২,৫০০ কোটি টাকার পুঁজি চাওয়া হয়েছে বলে সরকারি সূত্রের খবর।
ওয়াকিবহাল মহলের বক্তব্য, পুঁজির অভাবে অনেক দিন ধরেই প্রতিযোগিতায় হোঁচট খাচ্ছে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থাগুলি। ইদানিং প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, আয়ুষ্মান ভারতের মতো সরকারি প্রকল্পকে কাজে লাগিয়ে বেসরকারি বিমা সংস্থাগুলি ব্যবসা বাড়ালেও, সরকারি সংস্থাগুলি সেই সুযোগ বিশেষ কাজে লাগাতে পারছে না। অর্থ মন্ত্রক সূত্রের খবর, এ বারের বাজেটেই ন্যাশনাল ইনশিওরেন্স, ওরিয়েন্টাল ইনশিওরেন্স ও ইউনাইটেড ইন্ডিয়া ইনশিওরেন্স কোম্পানিকে মিশিয়ে একটি সংস্থায় পরিণত করার দিক-নির্দেশ থাকবে।
অর্থ মন্ত্রকের কর্তাদের মতে, ১২,৫০০ কোটি টাকার পুঁজি বরাদ্দ করা হলে এক থেকে দেড় বছরে সংস্থা তিনটির সংযুক্তিকরণ হবে। তার পরে শেয়ার বিক্রি করা হবে নতুন সংস্থাটির। তবে আর এক সরকারি বিমা সংস্থা নিউ ইন্ডিয়া অ্যাশিওরেন্সকে নতুন সংস্থাটির সঙ্গে মেশানো হবে কি না, তা পরে ঠিক হবে।
এমনিতে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার বিলগ্নিকরণ এবং বিমা ক্ষেত্রে বিদেশি লগ্নি নিয়ে সঙ্ঘ পরিবারের মধ্যে আপত্তি রয়েছে। অর্থ মন্ত্রকের অবশ্য যুক্তি, গত অর্থবর্ষেই বেসরকারি বিমা সংস্থাগুলি রাষ্ট্রায়ত্ত সাধারণ বিমা সংস্থাগুলির তুলনায় অনেক বেশি বাজার দখল করে ফেলেছে। চারটি রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থায় এখন ৭০,০০০ কর্মী কাজ করেন। সেগুলিকে যুক্ত করা হলে নতুন সংস্থাটি বেসরকারি সংস্থার সঙ্গে লড়াই করতে পারবে।
ন্যাশনাল ইনশিওরেন্স, ওরিয়েন্টাল ইনশিওরেন্স ও ইউনাইটেড ইন্ডিয়া ইনশিওরেন্স মিলে অর্থ মন্ত্রককে জানিয়েছে, আর্থিক সমস্যা কাটাতে তাদের সব মিলিয়ে ৯,০০০-১৫,০০০ কোটি টাকা চাই। সূত্রের খবর, সেই দাবি মেনেই বাজেটে ১২,৫০০ কোটি বরাদ্দ হতে পারে।