ডিসেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিক অর্থবর্ষে দেশের গড় জাতীয় উৎপাদন বৃদ্ধির (জিডিপি) হার কমে দাঁড়াল ৬.৬ শতাংশ। এর আগে সেপ্টেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিক অর্থবর্ষে এই বৃদ্ধির হার ছিল সাত শতাংশ। যদিও সংশোধনের পর তা গিয়ে দাঁড়িয়েছিল ৭.১ শতাংশে। ২০১৭ সালের সেপ্টেম্বরের পর জিডিপি বৃদ্ধির এই হার সর্বনিম্ন।
ডিসেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকে ভারতের গড় জাতীয় উৎপাদন বৃদ্ধির যে পূর্বাভাস আন্তর্জাতিক বিশেষজ্ঞরা দিয়েছিলেন, এই হার তার থেকেও অনেকটাই কম। রয়টার্সের একটি সমীক্ষায় এই পূর্বাভাস রাখা হয়েছিল ৬.৯ শতাংশ।
এর আগে জুন মাসে শেষ হওয়া অর্থবর্ষে গড় জাতীয় উৎপাদন বৃদ্ধির হার ছিল আট শতাংশ। অর্থাৎ গত তিনটি ত্রৈমাসিক অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার দাঁড়াল যথাক্রমে ৮, ৭.১ এবং ৬.৬ শতাংশে। সেই হিসেবে পরপর তিনটি ত্রৈমাসিক অর্থবর্ষে কমেই চলেছে ভারতের জাতীয় উৎপাদন।
পাশাপাশি কেন্দ্রীয় পরিসংখ্যান অফিসও জানিয়েছে ২০১৮-১৯ অর্থবর্ষে গড় জাতীয় উৎপাদন বৃদ্ধির পূর্বাভাস রাখা হয়েছে সাত শতাংশে। ২০১৭-১৮ অর্থবর্ষে সেই পূর্বাভাস ছিল ৭.২ শতাংশ। যদিও রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার হিসেবে সেই পূর্বাভাস এখনও রাখা হয়েছে ৭.৪ শতাংশে।