ফিউচার, ভারতী রিটেল জোটে সায়

ভারতী রিটেল এবং ফিউচার গোষ্ঠীর মধ্যে গাঁটছড়ায় সায় দিল প্রতিযোগিতা কমিশন। এর আগে গত মে মাসেই ভারতী রিটেলের নিয়ন্ত্রণ হাতে নেওয়ার কথা জানিয়েছিল কিশোর বিয়ানির সংস্থাটি। পুরোপুরি শেয়ার লেনদেনের মাধ্যমে এই রাশবদল সম্পূর্ণ হওয়ার কথা। যার হাত ধরে ভারতের খুচরো বিপণন বাজারের দুই প্রতিদ্বন্দ্বী মিশে জন্ম নেবে ১৫ হাজার কোটির নতুন সংস্থা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৫ ০০:৫৬
Share:

ভারতী রিটেল এবং ফিউচার গোষ্ঠীর মধ্যে গাঁটছড়ায় সায় দিল প্রতিযোগিতা কমিশন। এর আগে গত মে মাসেই ভারতী রিটেলের নিয়ন্ত্রণ হাতে নেওয়ার কথা জানিয়েছিল কিশোর বিয়ানির সংস্থাটি। পুরোপুরি শেয়ার লেনদেনের মাধ্যমে এই রাশবদল সম্পূর্ণ হওয়ার কথা। যার হাত ধরে ভারতের খুচরো বিপণন বাজারের দুই প্রতিদ্বন্দ্বী মিশে জন্ম নেবে ১৫ হাজার কোটির নতুন সংস্থা।

Advertisement

চুক্তি অনুযায়ী, ফিউচার রিটেল প্রথমে তাদের খুচরো বিপণন ব্যবসাকে আলাদা করবে, যা মিশবে ভারতী রিটেলের সঙ্গে। আবার ভারতী রিটেলের খুচরো বিপণনের পরিকাঠামো ব্যবসা তাদের থেকে আলাদা হয়ে মিশবে ফিউচার রিটেলের সঙ্গে। দুই সংযুক্ত সংস্থাতেই ফিউচার গোষ্ঠীর প্রোমোটারদের ৪৬-৪৭% শেয়ার থাকবে। ভারতীয় রিটেলের থাকবে প্রায় ১৫% করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement